অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (স্কুল শিক্ষা) কাঁথি পূর্ব চক্রের উদ্যোগে আজ অবর বিদ্যালয় পরিদর্শক শিবশংকর মণ্ডল মহাশয়ের সাথে সম্পর্ক অভিযান, সংগঠন পরিচিতি ও সংগঠনের মূল দাবি সমূহ জানানো হল। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অমিতাভ মন্ডল, জেলা সহ সম্পাদক রাজু ধাড়া, জেলা সদস্য ও প্রচার প্রমুখ সুব্রত মণ্ডল সহ চক্রের সভাপতি সুতনু রায়,সম্পাদক বিমলেন্দু বিকাশ দাস প্রমুখ। সুতনু দার কথায়, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ দেশের সর্ব বৃহৎ অরাজনৈতিক জাতীয়তাবাদী রেজিস্ট্রিকৃত শিক্ষক সংগঠন। তাই এই চক্রের সমস্ত সামাজিক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা,অর্থ বিষয়ক ও ছুটি সংক্রান্ত আলোচনায় যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, এই বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন জানিয়েছি।