নিজস্ব প্রতিনিধি(সথীশ কুমার): বর্ডার গাভাস্কার ট্রফি জিতল ভারত। চার ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল ২-১ ফলে। ড্র হল আহমেদাবাদ টেস্ট। কিন্তু টিকিট নিশ্চিত হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের।
গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাদের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল, এবার সেই কিউয়িদের সৌজন্যেই ফাইনালে পৌঁছতে পারলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ৯১ রানে এগিয়ে থেকে ভারত ম্যাচে জয়ের জন্যই ঝাঁপিয়েছিল। তবে হেড এবং লাবুশানে ভারতীয় বোলারদের হতাশ করে যান। দিনের শেষে অস্ট্রেলিয়া থামল ১৭৫/২-এ। ভারতকে হতাশ হতে হলেও ২-১ ব্যবধানে সিরিজের দখল রাখলেন রোহিতরা। ২০১৬/১৭ সাল থেকেই এই সিরিজ ভারতের কাছ থেকে কাড়তে পারেননি অজিরা।
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র হয়ে গেল। সিরিজের যুগ্মসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। চার টেস্টে অশ্বিন ব্যাট হাতে করেছেন ৮৬ রান, নিয়েছেন ২৫ উইকেট। অন্যদিকে জাদেজার ব্যাট থেকে এসেছে ১৩৫ রান। পেয়েছেন ২২ উইকেট।
কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের অন্যতম সেরা সাফল্য আবারও একটি আইসিসি ট্রফির ফাইনালে ভারতকে তোলা। বহু বছর ধরে কোনও আইসিসি ট্রফি না জেতা ভারত কি এ বার পারবে শেষ বাধা টপকাতে? দ্রাবিড় মানছেন, কঠিন কাজ। সিরিজ জয় নিয়ে দ্রাবিড় বলেন, ‘হাড্ডাহাড্ডি একটা সিরিজ় খেলা হল। দারুণ একটা দলের বিরুদ্ধে খেললাম, যারা মাঝেমাঝেই আমাদের বিপদে ফেলে দিয়েছিল। কিন্তু প্রতি বারই আমরা ঘুরে দাঁড়িয়েছি। দলের ক্রিকেটাররা এগিয়ে এসে বিপদ থেকে বাঁচিয়েছে। যখনই কারও থেকে বিশেষ একটা পারফরম্যান্স দরকার ছিল, সে সেটা দিয়েছে।
আগামী ১৭ মার্চ মুম্বইতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি রোহিত-প্যাট। এরপর ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ২২ মার্চ মুম্বইতে।