Sunday, September 15, 2024
Homeরাজনৈতিকঅনুব্রতর তিহাড়যাত্রার দিনই বীরভূমে শুভেন্দুর মন্তব‍্য, ছোট কেষ্টগুলোর অন্য ব্যবস্থা করব

অনুব্রতর তিহাড়যাত্রার দিনই বীরভূমে শুভেন্দুর মন্তব‍্য, ছোট কেষ্টগুলোর অন্য ব্যবস্থা করব

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): এদিন বগটুইয়ে বিজেপির শহিদ স্মরণ মঞ্চ থেকে শুভেন্দুবাবু বলেন, ‘আজকে যেমন আমাদের শোকের দিন তেমন গোটা বীরভূমের আনন্দের দিন। আজ বীরভূমের বেতাজ বাদশা তিহাড় জেলে গিয়েছেন। আমি সিউড়িতে বলেছিলাম কেষ্ট মণ্ডল তিহাড়ে যাবেন।
অনুব্রতর জেলযাত্রার দিন বীরভূমের ‘ছোট অনুব্রদের’ জন্য ‘অন্য ব্যবস্থা’ করার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাও আবার বীরভূমে দাঁড়িয়েই। মঙ্গলবার বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে বগটুই গ্রামে গিয়ে নিহতদের শ্রদ্ধা জানান তিনি। তার পরই তৃণমূল নেতাদের উদ্দেশে আক্রমণ শানান তিনি।এদিন বগটুইয়ে বিজেপির শহিদ স্মরণ মঞ্চ থেকে শুভেন্দুবাবু বলেন, ‘আজকে যেমন আমাদের শোকের দিন তেমন গোটা বীরভূমের আনন্দের দিন। আজ বীরভূমের বেতাজ বাদশা তিহাড় জেলে গিয়েছেন। আমি সিউড়িতে বলেছিলাম কেষ্ট মণ্ডল তিহাড়ে যাবেন। আজ তিনি গেছেন। আর যে সব ছোট কেষ্টগুলো আছে তাদের জন্য আমার অন্য ব্যবস্থা আছে।’ তবে কী ব্যবস্থা তা খোলসা করেননি শুভেন্দুবাবু। এদিন মঞ্চ থেকে তিনি জানান, আগামী ৪ এপ্রিল মুরারইয়ে জনসভা করবেন তিনি।
গত বছর ২০ জুলাই রাতে বীরভূমের বগটুই গ্রামে খুন হন পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। এর পর ভাদুর অনুগামীরা গ্রামে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাতে শিশু ও মহিলাসহ মৃত্যু হয় ১০ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments