নিজস্ব প্রতিনিধি(রজত রায়):বীরভূম সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই সামনে এল জেলার নতুন কোর কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। এপরই ঠিক হয় জায়গা পাবেন কারা। সূত্রের খবর, বাড়ানো হয়েছে কোর কমিটির সংখ্যা। আগে যেখানে সদস্য ছিলেন ৪ এখন সেখানে স্থান পেয়েছেন ৭ জন।
কোর কমিটিতে জায়গা পেয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অরিজিৎ সিংহ, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায়, দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কোর কমিটি গঠন হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই মতামত রাজনৈতিক মহলের। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সংগঠনে যাতে কোনওরকম আঁচ না আসে তা নিশ্চিত করতেই ঢেলে সাজানো হচ্ছে নেতৃত্ব।