Thursday, June 19, 2025
Homeকলকাতাঅন্নদাশঙ্কর রায় সম্মাননা ২০২৫ ও বই প্রকাশ অনুষ্ঠান

অন্নদাশঙ্কর রায় সম্মাননা ২০২৫ ও বই প্রকাশ অনুষ্ঠান

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি নন্দনের অবনীন্দ্র সভাঘরে Literary, Cultural and Social Forum এর আয়োজনে অনুষ্ঠিত হয়
‘অন্নদাশঙ্কর রায় সম্মাননা’ ২০২৫ ও বই প্রকাশ অনুষ্ঠান।
‘অন্নদাশঙ্কর রায়’ ছিলেন একাধারে প্রশাসক ও প্রখ্যাত সাহিত্যিক ৷ তাঁর জন্মের ১২১ বছর পরে ‘অন্নদাশঙ্কর রায় সম্মাননা’ ২০২৫ পান কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, ড. অমলকান্তি রায়, ড. বিবেকানন্দ চক্রবর্তী, ড.সমীর শীল ও সাহিত্যিক সুকুমার রুইদাস ।
এদিন ‘কবি জয়দেব কথা’ ও ‘মানুষ নামের নীড়ে’ দুটি বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন LCSF – এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন আশিষ বসাক সহ বহু গুণীজন ৷ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. বিমল কুমার থান্দার ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন দেবকন্যা সেন ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments