Sunday, September 15, 2024
Homeরাজ্যঅবশেষে ইডি(ED)-র কাছে পার্থর বান্ধবী অর্পিতার স্বীকারক্তি 'ফ্ল‍্যাট থেকে উদ্ধার হওয়া...

অবশেষে ইডি(ED)-র কাছে পার্থর বান্ধবী অর্পিতার স্বীকারক্তি ‘ফ্ল‍্যাট থেকে উদ্ধার হওয়া সমস্ত টাকা-গয়না পার্থরই’

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিস্ফোরক তথ্য ইডির (ED) হাতে। শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে গত বছর ২৩ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকা সহ বিপুল পরিমান গয়নাগাটি উদ্ধার হওয়ার পরই গ্রেফতার হন তিনি।গ্রেফতার হয়েছিলেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। তবে উদ্ধার হওয়া সেই টাকার পাহাড় কার, তার উৎস কী, সেবিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন পার্থ-অর্পিতা। তবে অবশেষে খোলসা হল রহস্যের। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সমস্ত টাকা-গয়নাই পার্থর, অবশেষে জেরায় কবুল করেছেন অর্পিতা, চার্জশিট দিয়ে এমনটাই জানাল ইডি।গতবছর ২৩ জুলাই টালিগঞ্জ এবং ২৭ জুলাই বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল গোয়েন্দা সংস্থা। সেই সময় থেকে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই বিপুল পরিমান টাকার মালিক কে! কারণ পার্থ ও অর্পিতা দুজনেই টাকার সাথে নিজেদের যোগ অস্বীকার করেন। তবে সেই গতবছর জুলাই থেকে বর্তমানে ফেব্রুয়ারী, এই বহু মাস পর ইডির পেশ করা চার্জশিটে জানান হয়েছে আগে বহুবার এ টাকা তাদের নয় বলে দাবি করতেও বর্তমানে জেরায় অর্পিতা স্বীকার করে নিয়েছেন যে ওই টাকা পার্থর।শুধু তাই নয়, ইডির দাবি জেরায় অর্পিতা এও বলেন যে, ওই টাকা ও গয়না লুকিয়ে রাখার জন্য পার্থকে অনুমতি দিয়েছিল অর্পিতা। প্রসঙ্গত, মঙ্গলবার আদালতে পার্থ মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে এই সময় আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। শুনানিতে উঠে আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রসঙ্গ। বিদ্যাসাগরের সাথে পার্থর তুলনা টেনে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালতে জোর কটাক্ষও করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আদালতে ইডি বলে, বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। আর পার্থ শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন। মঙ্গলবার আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন পার্থবাবু। তবে তার জামিনের আবেদন খারিজ করে দেয় মহামান্য আদালত। ফলে প্রতিবারের ন্যায় এবারেও জামিন অধরাই রইল তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments