নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)অবশেষে আমদাবাদে শাপমুক্তি বিরাট কোহলির। দীর্ঘ ৩ বছর ৪ মাস পরে টেস্ট ক্রিকেটে ফের শতরানের মুখ দেখলেন তিনি। বিরাট শেষবার টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ডে-নাইট টেস্টে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। তার পর থেকে ৪১টি টেস্ট ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরি করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। অবশেষে ৪২তম ইনিংসে এসে সেঞ্চুরির খরা কাটে তাঁর।
আমদাবাদ টেস্টের পিচ ব্যাটারদের সাহায্য করছে। এই ম্যাচে শুরু থেকে বল ঘুরছে না। অস্ট্রেলিয়ার ব্যাটাররা রান পেয়েছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমন গিল শতরান করেছেন। সেই সব কিছুর পরও ম্যাচের অন্যতম মুহূর্ত হয়ে রইল বিরাটের শতরান। শুভমন আউট হওয়ার সময়ও ভারত ২৩৫ রানে পিছিয়ে ছিল। কোনও ব্যাটারকে বড় রানের ইনিংস খেলতে হত। সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট। ১০৮তম টেস্ট খেলতে নামা বিরাট জানেন ইনিংসের গতি নিয়ন্ত্রণ করতে। সেই অভিজ্ঞতার ছাপ দেখা গেল বিরাটের গোটা ইনিংসে।
৫টি বাউন্ডারির সাহায্যে ২৪১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন কোহলি। চতুর্থ দিনের লাঞ্চের পরে ভারতীয় ইনিংসের ১৩৮.২ ওভারে লিয়নের বলে ১ রান নিয়ে তিন অঙ্কে পৌঁছে যান বিরাট। শেষমেশ ১৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬৪ বলে ১৮৬ রান করে আউট হন বিরাট কোহলি
কোহল নিজের টেস্ট কেরিয়ারের ২৮তম শতরান পূর্ণ করেন। সব থেকে টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তিনি পিছনে ফেলে দেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে। উল্লেখ্য, গ্রেম ও বর্ডার টেস্টে ২৭টি করে সেঞ্চুরি করেছেন। ক্লার্ক ও আমলা করেছেন কোহলির মতোই ২৮টি করে টেস্ট সেঞ্চুরি। আর একটি টেস্ট সেঞ্চুরি করলেই কোহলি ছুঁয়ে ফেলবেন জো রুট ও কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। উভয়েই টেস্টে ২৯টি করে শতরান করেছেন।
তিন ফর্ম্যাট মিলিয়ে কোহলির এটি ৭৫তম আন্তর্জাতিক শতরান। সচিনের ১০০ সেঞ্চুরি থেকে ২৫ ধাপ দূরে দাঁড়িয়ে কোহলি। সব ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক শতরানকারীদের তালিকায় কোহলি আগেই দ্বিতীয় স্থান দখল করেছিলেন। সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরিকারীদের তালিকায় বিরাট উঠে আসেন যুগ্মভাবে ১১ নম্বরে।
ঘরের মাঠে কোহলির এটি ১৪তম টেস্ট সেঞ্চুরি। দেশের মাটিতে ৫০তম টেস্টের ৭৭তম ইনিংসে কোহলিল ১৪তম শতরান সংগ্রহ করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটি কোহলির ৮ নম্বর সেঞ্চুরি। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন সুনীল গাভাসকরকে। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি ১১টি টেস্ট সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। তিন ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির এটি ১৬ নম্বর আন্তর্জাতিক শতরান।