Tuesday, November 12, 2024
HomeSample Page

Sample Page Title

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): রাজ্যে আর কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন শুরু হতে চলেছে, যার কারণেই শাসক ও বিরোধী দলের নেতা-নেত্রীরা ইতিমধ্যেই বিভিন্ন সভা ও মানুষের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা শুরু করেছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের থেকেও গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচন।এবার সেটাকেই পাখির চোখ করে রাজ্যের শাসক দল ও বিরোধী দল মানুষের দোড়গোড়ায় পৌঁছাচ্ছে। তরফ থেকে এক নতুন কর্মসূচি নিয়ে আসা হয়েছে দিদির দূত কর্মসূচি। আবার এখন সেটার পাল্টা উত্তরে বিজেপি তাদের কর্মসূচি নিয়ে আসছে সেটা হল পাড়ায় সুকান্ত।বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার ও রাজ্য বিজেপি সভাপতি এবার মানুষের কাছে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা শুনবে। অনেকেই মনে করছে লোকসভা ভোটের উদ্দেশ্যেই এই কর্মসূচি পালন হবে । আবার অনেকে বলছে এটা হয়তো দিদির দূত কর্মসূচির পাল্টা জবাব বিজেপির পক্ষ থেকে।
তবে এই নিয়ে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানায়, এই কর্মসূচি একেবারেই মস্তিষ্কপ্রসূত। লোকসভা কেন্দ্রের মানুষের সুবিধা অসুবিধা শোনার জন্য ও সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতেই এই কর্মসূচি। আজ শুক্রবার ১৭ ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যেই এই কর্মসূচির বিভিন্ন পোস্টার সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সূত্রের মাধ্যমে জানা গেছে এই কর্মসূচির প্রথম পর্ব পালিত হবে বালুরঘাটের দৌড়গঞ্জ এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments