Sunday, September 15, 2024
Homeখবরঅমৃত ভারত স্টেশনের তালিকায় বাংলার ৯৪ টি রেলস্টেশন, আপনার কাছের স্টেশন কি...

অমৃত ভারত স্টেশনের তালিকায় বাংলার ৯৪ টি রেলস্টেশন, আপনার কাছের স্টেশন কি রয়েছে?

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প অমৃত ভারত। এই প্রকল্পের আওতায় বাংলার ৯৩টি স্টেশনকে আনা হয়েছে। বর্ধমান দিনহাটা ডানকুনি সিউড়ি সহ বেশ কয়েকটি স্টেশন এই অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে। এই প্রকল্পে সম্পূর্ণ ঝা চকচকে আধুনিক রূপে গড়ে তোলা হবে স্টেশনগুলিকে।হাওড়া শিয়ালদহর মত বড় স্টেশনগুলো এই তালিকায় থাকবে। বাংলার ৯৩ টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার কথা টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী। এই স্টেশন গুলির কোন দিকে ঘাটতি রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত নজরদারি চালানো হবে।সেই সঙ্গে যাত্রী সুবিধার দিকটিও মাথায় রাখা হবে। বিশেষভাবে সংস্কার করা হবে প্রতিটি স্টেশন। তবে বিজেপির করা টুইটে জানানো হয়েছে ৯৩ টি নয় ৯৪ টি স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা হবে। বিশেষ করে যাত্রী প্রতীক্ষালয়গুলি আরো আধুনিক পরিষেবা দেওয়া হবে।স্টেশন সংলগ্ন এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। এক স্টেশনের সঙ্গে অন্য স্টেশনের যোগাযোগ বাড়ানো হবে। স্টেশনের রাস্তা গুলি চওড়া করা হবে। আশপাশে যেসব অবৈধ দখল দোকানগুলি রয়েছে সেগুলি উচ্ছেদ অভিযান চালানো হবে।স্টেশন সংলগ্ন এলাকায় নতুন বাজার গড়ে তোলা হবে। বিশেষ করে যেসব যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তাদের জন্য ফ্রি ইন্টারনেট ব্যবস্থা চালু করা হবে। প্ল্যাটফর্মগুলিতে হকারদের দাপট ধীরে ধীরে কমিয়ে আনা হবে।

পার্কিং ব্যবস্থা আরো উন্নত করা হবে বিশেষভাবে সক্ষম মহিলা ও বয়স্কদের কথা মাথায় রেখে ব্যবস্থা রাখা হবে। কেন্দ্রীয় বাজেটে রেলের উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে কয়েক হাজার কোটি টাকা। সেভাবেই রেলের আধুনিকীকরণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments