Sunday, September 15, 2024
Homeকলকাতাঅসুস্থ মুকুল রায়কে ভর্তি করানো হল হাসপাতালে

অসুস্থ মুকুল রায়কে ভর্তি করানো হল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছিল না শরীর, এবারে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হল মুকুল রায়কে। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। সূত্রে জানা গিয়েছে, স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবারও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
পরবর্তীতে শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন একসময়, অনেকেই আবার রাজনীতির চাণক্য বলতেন মুকুল রায়কে। ২০১৫ সালে জোড়াফুল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং ২০২১-এ বিজেপির টিকিটে‌ জিতেই বিধায়ক হন মুকুল। তবে এর কিছুদিন পরেই ফের ঘরওয়াপাসি, পদ্ম মোহ কাটিয়ে ব্যাক টু প্যাভেলিয়ান, অর্থাত্‍ জোড়াফুল শিবিরে। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।
মুকুলের বিধায়ক পদ বাতিলের দাবীতে সুর চড়ায় পদ্ম শিবির, শুরু হয় শিবির নিয়ে টানাপোড়েন। আচমকাই সক্রিয় রাজনীতি থেকে উধাও হয়ে যান মুকুল। মাঝে অবশ্য বেশ কয়েকবার তাঁর অসংলগ্ন মন্তব্য ঘিরে তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। একবার বীরভূমে গিয়ে মন্তব্য করে বসেন, ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে’, ‘তৃণমূল মানেই বিজেপি’, ‘বিজেপি মানেই তৃণমূল’।সেইসময় মুকুল অসুস্থ বলে কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেন অনুব্রত। তার আগেও কৃষ্ণনগরে নিজেকে একবার বিজেপি নেতা বলে দাবী করেন তিনি।
স্ত্রী বিয়োগের পর থেকেই ভেঙে পড়েন, তখন থেকেই তাঁর কথায় অসংলগ্নতা ধরা পড়ে, এমনই দাবী মুকুল ঘনিষ্ঠদের। স্নায়ু সমস্যার জন্য একুশের শেষ দিকে হাসপাতালেও ভর্তি করানো হয় মুকুল রায়কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments