Wednesday, November 12, 2025
Homeখবরআইআইএম সাম্বলপুরে অনুষ্ঠিত হল বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘মার্মাগ্যা ১০.০’ বিকশিত ভারত ২০৪৭...

আইআইএম সাম্বলপুরে অনুষ্ঠিত হল বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘মার্মাগ্যা ১০.০’ বিকশিত ভারত ২০৪৭ গড়ার লক্ষ্যে উদ্ভাবন ও নেতৃত্বে জোর

সাম্বলপুর, ২৫ অক্টোবর, ২০২৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “বিকশিত ভারত ২০৪৭” ভাবনাকে সামনে রেখে আইআইএম সাম্বলপুর আয়োজন করল তাদের দশম বার্ষিক ব্যবসায়িক সম্মেলন “মার্মাগ্যা ১০.০”। এবারের থিম ছিল — “Navigating Businesses in a Multipolar World: Ideas for Viksit Bharat 2047”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগলের গ্লোবাল হেড অফ অপারেশনস অভিষেক নাইডু (প্রধান অতিথি), ইন্ডিয়ান অয়েল আদানি ভেঞ্চার্সের সিওও অতুল খারাতে (বিশিষ্ট অতিথি) এবং ইওয়াই-এর ডিরেক্টর বর্ধমান আগরওয়াল (মূল বক্তা)।

আইআইএম সাম্বলপুরের ডিরেক্টর প্রফেসর মহাদেব জয়সওয়াল উদ্বোধনী বক্তৃতায় বলেন, “বিকশিত ভারত ২০৪৭ বাস্তবায়নের জন্য নারীশক্তির অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এবং উদ্ভাবনভিত্তিক অর্থনীতি — এই তিনটি মডেল অপরিহার্য।”

গুগলের অভিষেক নাইডু বলেন, “শিক্ষাক্ষেত্রে এআই এক বিপ্লব ঘটাতে পারে, এবং আইআইএম সাম্বলপুর এ ক্ষেত্রে পথপ্রদর্শক।”

অতুল খারাতে মন্তব্য করেন, “আগামী দশকে ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রুড অয়েল প্রসেসর।”

ইওয়াই-এর বর্ধমান আগরওয়াল বলেন, “মার্মাগ্যা শুধুমাত্র ব্যবসায়িক সম্মেলন নয়, এটি উদ্ভাবন ও নেতৃত্বের এক পরীক্ষাগার।”

এই উপলক্ষে আইআইএম সাম্বলপুর ‘ইনকিউবেশন হাব’ ও ‘অ্যালামনাই ইনকিউবেশন স্কিম’-এরও সূচনা করে। সম্মেলনে দেশজুড়ে ১০০০-রও বেশি অংশগ্রহণকারী ও ২৬ জন বক্তার উপস্থিতিতে আইআইএম সাম্বলপুর আবারও প্রমাণ করল তাদের তিন মূলনীতি — Innovation, Integrity & Inclusiveness।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments