Tuesday, January 21, 2025
Homeখবরআকাশ নিয়ে শিশু মনে কৌতুহলের শেষ নেই।

আকাশ নিয়ে শিশু মনে কৌতুহলের শেষ নেই।

আকাশ নিয়ে শিশু মনে কৌতুহলের শেষ নেই। আর যদি সেটা রাতের আকাশ হয় তাহলে তো কোনো কথাই নেই। রাতের আকাশ দেখতে দেখতে কতই না প্রশ্ন আসে এই অবুঝ মনে। মনের আনছে কানাচে আসা প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই astrophysics নিয়ে একটি স্পেস বিষয়ক আলোচনা শোভা আয়োজন করে কালিয়াগঞ্জের ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুল । এই অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন সুদূর ম্যানচেস্টার থেকে ডক্টর অভিষেক বাসু। তিনি সেমিনারে আগত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মহাবিশ্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় অ্যানিমেশন এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন, এরই সাথে শিশুদের মহাকাশ বিষয়ক প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেন। এরই পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাবিশ্বের সৃষ্টি, সূর্য, চন্দ্র, তারামণ্ডল, উল্কাপিন্ড,গ্রহানু গ্যালাক্সি, তারাদের জীবন ও ব্লাকহোল সৃষ্টি নিয়ে নানা অজানা তথ্য তুলে ধরে। এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments