
নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ :৬ই আগস্ট দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল Om ক্রিয়েশন। আসন্ন উৎসবকে সামনে রেখে আয়োজন করা হলো দুর্গাপুজোর ব্যানার শুট, যেখানে অভিজ্ঞতার পাশাপাশি সুযোগ পেলেন নতুন মুখেরাও। এই শুটে অংশ নেন ১২ জনেরও বেশি মডেল। কলকাতার বিভিন্ন পুজো প্যান্ডেলের মণ্ডপে দর্শকদের নজরে আসবে এই ব্যানারগুলো।
এই বিশেষ ফটো শুট আয়োজন করেন’OM Creation’-এর কর্ণধার গ্রুমার, মডেল ও অভিনেত্রী তনুমিতা মুখার্জী এবং অভিনেতা-প্রযোজক-ডিস্ট্রিবিউটর অনুপ্রিয় চ্যাটার্জী।
শুটে কস্টিউম ও জুয়েলারির দায়িত্বে ছিলেন Chandrima’s RR Fashion Hub-এর কর্ণধার, সেলিব্রিটি ডিজাইনার চন্দ্রিমা বসু।
ফটোগ্রাফার ছিলেন সেলিব্রেটি ফটোগ্রাফার অভিজিৎ কুন্ডু,
মেকআপ আর্টিস্ট অর্পিতা,
হেয়ার ও শাড়ি ড্রাপিং দীপা দাস,
ফুড পার্টনার হিসেবে ছিলেন রিম্পা ও দেবাদৃতা।
উল্লেখযোগ্য, Om ক্রিয়েশন সারা বছর জুড়ে শর্ট ফিল্ম, অ্যাড শুট, ফিল্ম ও ব্যানার শুটের মতো বিভিন্ন কাজে নতুনদের সুযোগ করে দেয়। প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে প্রশিক্ষণ ও কাজের দিশা দেখানোই সংস্থার মূল লক্ষ্য। ফলে নবীন প্রতিভাদের কাছে এই সংস্থা হয়ে উঠছে ভরসার নাম।
📞 যোগাযোগ : 91 89108 59706

