নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): আদানি ইস্যুতে আজ সোমবার সংসদের উভয় সভার অধিবেশন তপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা। কংগ্রেসের তরফ থেকে ইতোমধ্যে এই মর্মে আলোচনার দাবি জানিয়ে প্রস্তাব পেশ করা হয়েছে মুলতুবি প্রস্তাব। অধিবেশন শুরুর আগে কংগ্রেসের রাজ্যসভার বিরোধীদলনেতা মল্লিকার্জুন খারগের নেতৃত্বেএকটি বৈঠক ডাকা হয়েছে।
বৈঠক হবে সংসদের অ্য়ানেক্স বিল্ডিংয়ে। সরকারকে কোণঠাসা করার রণনীতি ঠিক করতেই এই বৈঠক। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, আদানি ইস্যু ছাড়াও ভারতীয় জীবন বিমা নিগম এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের আর্থিক দুর্নীতি নিয়েও কংগ্রেস সংসদে আলোচনার দাবি জানাবে। আদানি ইস্যুতে কংগ্রেস ইতোমধ্যে একটি কর্মসূচি গ্রহণ করেছে, শিরোনাম হাম আদানিকে হ্যায় কৌন। রবিবার দলের তরফ থেকে এই কর্মসূচির খবর দিতে গিয়ে প্রবীণ নেতা জয়রাম রমেশ নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, প্রতিদিন তারা মোদি সরকারের উদ্দেশ্যে তিনটি করে প্রশ্ন রাখবেন। তাদের আশা, প্রধানমন্ত্রী সেই প্রশ্নের উত্তর দেবে। যদিও প্রধানমন্ত্রী মোদিকে তিনটি ঘটনার একটি নিয়েও মুখ খুলতে দেখা যায়নি। তবে তাঁর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আশ্বাস দিয়ে বলেছে, আদানি ইস্যুতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নানা প্রান্ত থেকে বলা হচ্ছে, ভারতের অর্থবাজার এর ফলে প্রভাবিত হবে। সরকার পরিস্থিতির দিকে নজর রেখেছে। এমনই তপ্ত পরিবেশে সোমবার বসতে চলেছ সংসদ।
তৃণমূলের তরফ থেকে ডেরেক জানিয়েছে, তারা এই ইস্যুতে সংসদে আলোচনা চায়। তবে সভা ভন্ডুল করার চক্রান্তে তারা নেই।