Sunday, September 15, 2024
Homeকলকাতাআদালতের নির্দেশ অমান্য করে যারা পদত্যাগ করেননি তাদের জেল হতে পারে: বিচারপতি...

আদালতের নির্দেশ অমান্য করে যারা পদত্যাগ করেননি তাদের জেল হতে পারে: বিচারপতি বসু

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও যে সমস্ত গ্রুপ ডি অযোগ্য প্রার্থীরা এখনো ইস্তফা দেয়নি তাদের বিরুদ্ধে সিবিআইকে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি আজ সতর্ক করে বললেন টাকাও যাবে জেলও হবে।বিচারপতি সিবিআই আধিকারিকদের প্রশ্ন করেছেন যারা ও এম আর শিট বিকৃত করে চাকরি পেয়েছেন তাদের কি দায় কম?
এরপরে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানায় যে OMR শিট বিকৃত করা হয়েছিল তাদের মধ্যে ১৬৯৮ জনকে বেআইনিভাবে সুপারিশপত্র পাঠিয়েছিল SSC।তার মধ্যে সুপারিশ পৌঁছেছে ১৬৯৪ জনের কাছে। বিচারপতি সিবিআই আধিকারিকদের উদ্দেশ্য করে বলেছেন কেন এদের বিরুদ্ধে মামলা করছেন না?
এদের নোটিশ পাঠান, তদন্তের গতি আনুন।ফৌজদারি বিধি অনুসারে এরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। মোটকথা যারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ইস্তফা দিয়ে তদন্ত সহযোগিতা করছে না তাদেরও এই ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত করবে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments