Saturday, November 2, 2024
HomeUncategorizedআদালতে মামলা লড়াই করবে রোবট আইনজীবী, মানুষের হয়ে করবে সওয়াল-জবাব

আদালতে মামলা লড়াই করবে রোবট আইনজীবী, মানুষের হয়ে করবে সওয়াল-জবাব

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): এবার মানুষের হয়ে আদালতে সওয়াল করবে রোবট। এমনই ঘটনা ঘটতে চলেছে লন্ডনে। সম্প্রতি একটি সংবাদমাধ্যম দাবি করেছে রোবট আইনজীবী মানুষের হয়ে আদালতে লড়াই করবে। জানা গিয়েছে এই রোবট আইনজীবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত। ফেব্রুয়ারিতে ট্রাফিক টিকিট সংক্রান্ত একটি বিষয় মক্কেলের হয়ে আদালতের সওয়াল করবে প্রথম রোবট আইনজীবী।এই রোবটটি তৈরি করেছে ডোন্ট টপে নামে একটি স্টার্ট আপ কোম্পানি। হেডফোনের মাধ্যমে প্রথমে নিজের মক্কেলকে সমস্ত ধরনের আইনি সহায়তা প্রদান করবে এই রোবট আইনজীবী। আসলে এটি হলো একটি আইনি পরিষেবার সংক্রান্ত চ্যাটবক্স। ২০১৫ সালে এর আবিষ্কার করেন জশুয়া ব্রুডার।ওই সংস্থার দাবি তারাই বিশ্বের প্রথমবার এমন রোবোট আইনজীবী তৈরি করেছেন। এই আইনজীবী গ্রাহক এমন আইনি পরামর্শ প্রদান করত যা সত্যিই অভাবনীয় ছিল। বিশেষ করে যারা জরিমানা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় পড়তেন তারাই এই রোবটের দ্বারস্থ হতেন। ট্রাফিক টিকিট সংক্রান্ত মামলার বিষয়ে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয় এই রোবটকে।আগামী ফেব্রুয়ারি মাসে এই রোবট প্রথম শুনানি করবে। তবে এখনো পর্যন্ত দিনক্ষণ বা সঠিক স্থান এবং মক্কেলের নাম কিছুই প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে ওই মক্কেলের বিরুদ্ধে ট্রাফিক টিকিট সংক্রান্ত একটি মামলা ঝুলে রয়েছে সেখানেই তার হয়ে কোর্টে বক্তব্য রাখবে ঐ রোবট।

আদালতে মামলার প্রক্রিয়ার খুঁটিনাটি শুনবে রোবট এরপর সেটা বিশ্লেষণ করে পর্যালোচনা করবে এবং তার মক্কেলকে পরামর্শ দেবে। তবে এই রোবট আইনজীবীর খরচ কিন্তু আকাশছোঁয়া। একে হায়ার করতে খরচ করতে হবে ১০০০ পাউন্ড।তবে এই আইনজীবী যদি একবার আদালতে ওঠেন তবে মক্কেলের আর কোন চিন্তা নেই। যে কোন কেস অনায়াসে জিতে যেতে পারে এই রোবট আইনজীবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments