Tuesday, October 15, 2024
Homeকলকাতাআদালত তলব করেনি, খবর প্রকাশিত করে, বিভ্রান্তি ছড়িয়ে, কাজে অসুবিধা হচ্ছে '...

আদালত তলব করেনি, খবর প্রকাশিত করে, বিভ্রান্তি ছড়িয়ে, কাজে অসুবিধা হচ্ছে ‘ – মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়-কে বৃহস্পতিবার তলবই করেনি কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আদালতের কোনও নির্দেশ তাঁর হাতে আসেনি। বৃহস্পতিবার বিকালে এক সংবাদিক বৈঠক করে এমনই বললেন তিনি। তাঁর দাবি, তাঁকে আদালতে হাজিরা দেওয়া সংক্রান্ত যে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ঠিক নয়।মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন এমন খবর ছড়িয়ে পড়ায় ছড়িয়েছে বিভ্রান্তি। আজ হাইকোর্টে ১২ বছরের একটি পুরনো মামলায় বিচারপতি অমৃতা সিনহা এজলাসেই এক চাকরি প্রার্থী নিয়োগপত্র দেন। ওই মামলায় এর আগেই এসএসসিকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। কিন্তু এসএসসি থেকে নিয়োগের সুপারিশ করলেও পর্ষদের পক্ষ থেকে কোনও নিয়োগপত্র দেওয়া হয়নি ওই ব্যক্তিকে। তাই বৃহস্পতিবার এই মামলার শুনানিতে পর্ষদের সভাপতিকে হাজির থাকার কথা বলা হয়। কিন্তু তিনি আদালতে হাজির হননি। নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে রুল জারি করা হয়েছে বলেও খবর প্রকাশিত হয়। যদিও সভাপতি জানিয়েছেন যে ডাকা হয়নি তাঁকে।
সাংবাদিক বৈঠকে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “দুপুর থেকে সংবাদ মাধ্যমের খবরে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রচুর আমাকে ফোন করে জানতে চেয়েছে আমাকে আদালত ডেকেছে কিনা। আমি বিব্রত হয়েছি। আমার কাজ বিঘ্নিত হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই আমার কাছে এ ধরনের কোনও নির্দেশ আসেনি।” এখানেই থেমে থাকেননি তিনি। “আজ আমার যাওয়ার কোনও প্রশ্নই ছিল না। উপায়ও ছিল না। এ ধরনের বিভ্রান্তিতে আমার কিছুটা অসুবিধা হয়েছে ব্যক্তিগত ভাবে”, বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments