নিজস্ব প্রতিনিধি(রজত রায়): আপাতত বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেতন ফেরত দেওয়ার নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ , গত শুক্রবার ১০ই ফেব্রয়ারি, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন , গ্রুপ ডি পদের ১৯১১ জনের চাকরি বাতিল করে।২৪ ঘণ্টার ভেতর বহিষ্কৃত চাকরি প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্তে প্রমাণ হয়েছে যে, এরা সকলেই বেআইনি পথে পরীক্ষার উত্তরপত্রে কারচুপি করে চাকরি পেয়েছিল। বেতন ফেরত দেওয়ার নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরি থেকে বহিষ্কৃত প্রার্থীরা।
সূত্রে খবর ২৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি এবং ততদিন চাকরিহারাদের বেতন ফেরত দিতে হবে না। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, তাঁরা হাইকোর্টে পালটা মামলা করেন। আপাতত গ্রুপ ডি-র চাকরিহারাদের বেতন ফেরত না দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেতন ফেরত দেওয়ার নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
আদালতে গ্রুপ ডি-র কর্মীরা প্রশ্ন করেছে যে, তাঁরা গত ৫ বছর ধরে চাকরি করছেন। যথাযথ শ্রম দিয়েছেন চাকরির পেছনে। তাহলে এখন কেন বেতন ফেরত দেওয়ার কথা উঠছে?