Sunday, July 20, 2025
Homeকলকাতাআবার প্রলয়ের পর ছিল কিছুটা বিরতি। সম্প্রতি ‘আড়ি’ বলে একটি বাংলা সিনেমায়...

আবার প্রলয়ের পর ছিল কিছুটা বিরতি। সম্প্রতি ‘আড়ি’ বলে একটি বাংলা সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। সেখানেও নজর কেড়েছিলেন। আর এবার সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে দেখা যাবে তাঁকে। তিনি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।

রাজনীতিবিদদের সিনেমায় নতুন বিষয় নয়। সদ্য মুক্তিপ্রাপ্ত বাৎসরিক-এর হাত ধরে প্রায় দেড় দশক পর বড় পর্দায় গ্র্যান্ড কামব্যাক শতাব্দী রায়ের। পরিচালক মৈনাক ভৌমিকের নির্দেশনায় ফিরেছে তাঁর অভিনয়সত্তা। অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং মুভি লহ গৌরাঙ্গের নাম রে-তে রয়েছে তারকার মেলা। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রী দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি যেমন এই ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন, তেমনই রয়েছেন রাজনীতিবিদরাও। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে একাধারে রানি মা, থিয়েটারের বিষ্ণুপ্রিয়া ও নির্দেশকের ভূমিকায়। অন্যদিকে, শ্রীরামকৃষ্ণের ভূমিকায় সাংসদ ও অভিনেতা পার্থ ভৌমিক। লুক দেখে বোঝা দায়, ইনিই সেই পার্থ ভৌমিক! রাজ চক্রবর্তীর আবার প্রলয়ের ‘হ্যালো স্যার’-এর এবার সম্পূর্ণ ভোলবদল। এবার শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকায় অবতীর্ণ তিনি। লুক প্রকাশ্যে আসতেই তাজ্জব দর্শক।

রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র, সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিক। সেই রামকৃষ্ণদেবের ভূমিকায় বড় পর্দায় তাঁর অভিনয় দেখতে উদগ্রীব দর্শক। উল্লেখ্য, আবার প্রলয়-এ পার্থ ভৌমিকের অভিনয়ের তারিফ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কাজ সামলে অভিনয়সত্তাকে বজায় রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়।

সম্প্রতি পাঁচটি নাটক নিয়ে গোটা দেশ তোলপাড় করে বেড়াচ্ছেন সাংসদ পার্থ। তাঁর অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শাসক-বিরোধী সবাই।
জনপ্রিয় সিনেমা যখন দর্শকের মনে দীর্ঘমেয়াদী ছাপ ফেলে দেয়, তখন সেই ছবির মঞ্চায়ন ঘটানো খুব কঠিন বা দুরূহ কাজ। পার্থ ভৌমিক বসন্ত বিলাপ নাটকে সেই কাজটাই করেছিলেন। মঞ্চে এতদিন ‘মেঘে ঢাকা তারা’, ‘দায়বদ্ধ’ থেকে ‘টিনের তলোয়ার’ কিংবা ‘ফেরারি ফৌজ’-এর মতো নাটকে সিরিয়াস চরিত্রে অভিনয় করেছিলেন পার্থ ভৌমিক। আবার বসন্তবিলাপের মঞ্চে দেখা গিয়েছিল, নিজেকে ভেঙ্গেচুরে অন্য ভাবে তৈরি করেছেন তিনি। আরও একটি জনপ্রিয় ছবি ‘আনন্দ’ -এর অনুসরণে মঞ্চস্থ হয়েছে আনন্দ। সেখানেও তাঁকে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের ভূমিকায়, সেই ডাক্তারের চরিত্রে। তবে এবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে রামকৃষ্ণের চরিত্রে অভিনয়! এবার কিন্তু চ্যালেঞ্জটা আরও অনেক কঠিন।

১১ জুন থেকে শুরু হল নতুন ছবির পথ চলা। একইদিনে প্রত্যেকে ফ্লোরে নামছেন, এমনটা নয়। সিডিউল অনুযায়ী হবে শুটিং। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে সৃজিত মুখোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments