Tuesday, November 12, 2024
HomeSample Page

Sample Page Title

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED -র হাতে গ্রেফতার হওয়া এক যুব তৃণমূল নেতা হলেন কুন্তল ঘোষ।তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন । প্রায় ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন তিনি।‘আমাদের কথা ইডিকে বলেছ কেন?নিশ্চয়ই সিবিআইকেও জানিয়েছ আমাদের নাম।’- এই বলে জেলের মধ্যেই কুন্তলকে ঝার পার্থ ও মানিকের। সিবিআই আধিকারিকদের কাছে কুন্তল এমনটাই অভিযোগ জানিয়েছেন বলে সূত্রে খবর। এমনকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে বিষয়টি জানিয়েছেন তিনি।আবার শ্রীঘরে যেতে হলে তাকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর থেকে ধমক খেতে হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।ফের কুন্তলের জেল হেফাজত হলে ফের যাতে তাকে হুমকির মুখে পড়তে না হয় সেই ব‌্যাপারে নজরদারি রাখা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
অন্যদিকে ‘কালীঘাটের কাকু’ নিয়ে নিজের অবস্থান বদল করেছে কুন্তল। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন , “কাকু বলতে আমি আমার বাবার ভাইকে বুঝিয়েছি। ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।
ইডির জেরার মুখে তিনি স্বীকার করেন পার্থ চট্টোপাধ‌্যায়ের সঙ্গে তার যোগাযোগের কথা।তিনি জানিয়েছেন দফায়-দফায় কোটি-কোটি টাকা পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments