Sunday, September 15, 2024
Homeরাজ্যআরো একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে উত্তরবঙ্গ! চলবে এনজেপি থেকে গুয়াহাটি!

আরো একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে উত্তরবঙ্গ! চলবে এনজেপি থেকে গুয়াহাটি!

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): গতবছর উত্তরবঙ্গের জন্য একটি বন্দে ভারত উপহার দেওয়া হয়েছিল, যার ফলে উত্তরবঙ্গের মানুষ খুব কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত করতে পারবে। তবে শোনা যাচ্ছে এবছর নাকি ফের আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে এন জি পি স্টেশন।কারণ গুয়াহাটি থেকে এন জেপি পর্যন্ত বন্দে ভারত চালু হওয়ার সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় রেল। এনজেপি হাওড়া রুটে চলার পর এবার উত্তর পূর্ব রেল রুটেও চলবে বন্দে ভারত। গতকাল শুক্রবার ডি আর এম অফিসে রেল বোর্ডের সাথে একটি ভার্চুয়াল মিটিং হয়েছে আর সেখানেই জানানো হয়েছে এই কথা।উত্তর পূর্ব সীমান্তে রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ কুমার এই কথা জানিয়েছেন। যদি উত্তর পূর্ব রেল রুটে বন্দে ভারত চলে তাহলে সাতটি রাজ্য সুবিধা পাবে। এর সাথে তিনি আরও জানিয়েছেন, চলতি গুয়াহাটি থেকে এন জেপি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলার সম্ভাবনা রয়েছে।তার জন্যই রংপো ও নিউ কোচবিহার স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। এবছরের যে বাজেট পেশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনের নিউ কোচবিহার স্টেশন, রংপো স্টেশনে ভবিশ্বমানের করে গড়ে তোলা হবে।

তার জন্য সময় নেওয়া হয়েছে আগামী ২ বছর। এদিকে এই আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্ভুক্ত ১১ টি স্টেশনকে অমৃত ভারত স্টেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments