নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :২২শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বরে, ২২শে ডিসেম্বর শো-এর প্রথম পর্ব, ফাইনাল হবে ২৮শে ডিসেম্বর।৩বছর থেকে ১৭বছর বয়সের মডেলদের নিয়ে ফ্যাশন শো ‘Bengal’s Got Talent’ আসতে চলেছে। শো’তে যেসব ক্ষুদে মডেলরা অংশগ্রহণ করবে প্রায় ৫০জন মডেলদের দক্ষিণদারি নাইসি ষ্টুডিওতে গুমিং সেশন করানো হলো। একটু অন্যভাবে কিডস থেকে টিন এজের নিয়ে এই ফ্যাশন শো-এর ভাবনা।
গ্ৰুমার এবং কোরিওগ্রাফার হিসেবে ছিলেন সুপার মডেল মানপ্রীত সিং। কিভাবে ফ্যাশন শো’তে নিখুঁত ভাবে ৱ্যাম্পে হাঁটবে ফ্যাশণবল ড্রেস পরে এবং স্টইল বিষয়ে নিখুঁত ধারণা দিতে প্রপার গুম করিয়েছে মডেল মানপ্রীত সিং।আপনার বাচ্চাকে মডেল হিসেবে দেখতে চাইলে রেজিস্ট্রেশন করেতে পারবেন এখনও।
আয়োজন করেছেন -কাকুলি ঘোষ (Mrs.ইন্ডিয়া এমপ্রেস অফ দ্যা নেশন RU ২০২৩,Mes Tourism india 2023,Manila Phillipines এবং শাহীন আসফাক।এসোসিয়েশন উইথ পানাশ
ইভেন্ট ম্যানেজমেন্ট।