নিজস্ব প্রতিনিধি(রজত রায়): বহুদিন থেকেই চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তার সফলতা পাওয়া যাচ্ছিল না। গতবছরের রাখি পূর্ণিমার দিন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল, কিন্তু তারপর থেকেই তাকে দিল্লি নিয়ে যাওয়ার অনেক চেষ্টাই চলছিল। কোনোভাবেই সেইসব সফল হচ্ছিল না।তবে এবার দোল পূর্ণিমার দিন সেই কাজ সফল হল। কারণ আজ মঙ্গলবার কেষ্টকে নিয়ে দিল্লি রওনা দেওয়ার প্রস্তুতি নিল সিবিআই। আর এই খবর বিরোধীদের কানে যেতেই আসানসোল চত্ত্বর দারুন সরগরম। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আসানসোল চত্বর।
সূত্রের মাধ্যমে জানা যায় একেবারে সকাল ৬ টা ৫২ নাগাদ তাকে জেল থেকে বের করা হয়। সেখান থেকে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে নগর চত্ত্বরে নিয়ে আসা হয় তাকে। আর ঠিক সেই সময়ে বিরোধীরা একেবারে গোবর জল নিয়ে প্রস্তুত হয়।
হঠাৎ করে এই গোবর জল কেন? এই প্রশ্নের উত্তরে বিরোধীরা জানায় আসলে গোবর জল দিয়ে পরিষ্কার করার উদ্দেশ্যেই এই কর্মকান্ড। শুদ্ধিকরণের জন্য গোবর জলের থেকে পবিত্র আর কিছু হয়না।
এর সাথে অনুব্রত মণ্ডলকে সমর্থন করার জন্য কোনো তৃণমূলের সমর্থককে এদিন দেখা যায়নি। যেটা নিয়েও বিরোধীরা কথা বলতে ছাড়ে নি।