Wednesday, November 12, 2025
Homeখবরইছাপুরে সেন্ট্রাল সার্বজনীন দুর্গাউৎসব কমিটির ৭৫তম বর্ষে খুঁটি পুজো এবারের ভাবনা‘আশার প্রদীপ'

ইছাপুরে সেন্ট্রাল সার্বজনীন দুর্গাউৎসব কমিটির ৭৫তম বর্ষে খুঁটি পুজো এবারের ভাবনা‘আশার প্রদীপ’

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ, ইছাপুর, উত্তর ২৪ পরগনা ইছাপুরের সেন্ট্রাল সার্বজনীন দুর্গাউৎসব কমিটির ৭৫তম বর্ষের খুঁটি পুজো।২৭শে জুলাই আনন্দমঠ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত হলো খুঁটিপুজো এবং এবারের ভাবনাকে ঘিরে তৈরি হল এক মননশীল পরিবেশ — “আশার প্রদীপ”।

অনুষ্ঠানে ৭৫ জন ঢাকির একযোগে ঢাক বাজিয়ে সূচনা করেন পুজো মরসুমের। এই অনবদ্য ভাবনাটির রূপকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুণ্ডু। তাঁর ভাবনায় ফুটে উঠেছে— অন্ধকার সরিয়ে সমাজে আশার আলো ছড়িয়ে দেওয়ার বার্তা। ভাস্কর্য, চিত্রকলা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে তুলে ধরা হয় আলোর প্রতীকী গুরুত্ব।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ,উত্তর ব্যারাকপুর পৌরসভার সিআইসি প্রদীপ বসু, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, শিউলি পঞ্চায়েত প্রধান অরুন ঘোষ, ফুটবল খেলোয়াড় রহিম নবী,বিধানগর পৌরনিগাম মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার সিআইসি জয়দেব দাস,এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধানরাসহ পৌরপ্রতিনিধিরা,কমিটির সদস্যরা ও এলাকার বিশিষ্টজনেরা।

সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী, বক্তৃতা এবং আলোকসজ্জায় অনুষ্ঠানটি হয়ে ওঠে চিত্তাকর্ষক।এলাকার সাধারণ মানুষ সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
৭৫ বছরের ঐতিহ্য বহন করে এবারও ইছাপুরে দুর্গাপুজো কেবল উৎসব নয়, হয়ে উঠল আলোকিত সমাজের প্রতীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments