নিজস্ব প্রতিনিধি(সতীশ ভারতীয় রেলের সঙ্গে ইন্ডিয়ান পোস্টের যোগসূত্র চলে আসছে বহুদিন থেকেই। এই সপ্তাহে ইন্ডিয়া পোস্ট এবং ভারতীয় রেল যৌথভাবে শুরু করেছে এক নয়া উদ্যোগ। রেল পোস্ট গতি শক্তি কার্গো এক্সপ্রেস নামের এই উদ্যোগ পার্সেল পরিষেবা কে আরো চাঙ্গা করতে নেওয়া হয়েছে।এর আগে এই পরিষেবার সম্পর্কে বাজেট অধিবেশনে বেশ কিছু কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই পরিষেবা ৩১ শে মার্চ শুরু হবে। তার আগেই পাইলট প্রজেক্টের উদ্বোধন হয়ে গেল। দেশের বিভিন্ন প্রান্তে সামগ্রিক সহজে পৌঁছানোর বন্দোবস্ত করা হবে।প্রথম ক্ষেত্রে ১৫ টি সেক্টরকে কার্যকরী করা হবে এরপর এই পরিসেবায় আরো সীমানা বাড়ানো হবে। এক্ষেত্রে থাকবে সিল করা বক্সের ব্যবস্থা। বিভিন্ন রুটে ট্রেনের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে। দিল্লি কলকাতা বেঙ্গালুরু গুয়াহাটি সুরাট মুজাফফরপুর হায়দ্রাবাদ হযরত নিজামুদ্দিন।যে গ্রাহকরা এই পরিষেবার মাধ্যমে তাদের সুবিধা নিতে চান তারা থার্ড পার্টি বীমার ব্যবস্থা করতে পারবেন। আর এই ব্যবস্থা করা হবে নিকটবর্তী পোস্টাল ডিপার্টমেন্ট থেকে। সামগ্রিক ০.০৩ শতাংশের অফার রয়েছে। প্রতি কেজিতে ৬ টাকা মূল্যের একটি স্কিম পাওয়া যাবে।
পরিষেবায় যদি কারোর কাছে সামগ্রী পৌঁছে দিতে চান তবে ইন্ডিয়ান পোষ্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।নিজের সামগ্রী ঠিকভাবে পৌঁছেছে কিনা বুকিং এর সময় কোন গোলযোগ হচ্ছে কিনা নির্ধারিত সময়ে পৌঁছে গেল কিনা তা জানবার জন্য ব্যবস্থা করা হবে এটি অ্যাপের। সেই অ্যাপের মাধ্যমেই খুঁটিনাটি সমস্ত পাওয়া যাবে।