নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :৭ই মার্চ প্রাণবন্ত এই জন্মদিনে মন খুলে গান বাজনার মধ্যে দিয়ে কেক কাটলেন সৌভিক মান্না। উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী দেবাদৃতা বসু এবং অভিনেতা রাহুল দেব বোস,মিস এশিয়া সৌমি দত্ত সহ সৌভিক মান্নার কাছের প্রিয়জনেরা।এই স্পেশাল মুহূর্তে কেক কাটার সময় সাথে ছিলেন দেবাদৃতা বসু এবং রাহুল দেব বোস দুজেনেই মনের আনন্দে গান করেছেন এবং জন্মদিনে উপস্থিত সকলেই গানে গলা মেলালেন একই সুরে। এই স্পেশাল দিনটা স্পেশাল ভাবে উৎযাপন করতে পেরে সৌভিক মান্না খুব আনন্দিত।
ইভেন্টস অর্গানাইজার সৌভিক মান্না ‘ভিক্স ভেঞ্চার প্রোডাকশন’ -এর কর্ণধার তিনি দীর্যদিন ধরে আয়োজন করেছেন বিখ্যাত সেলেব্রেটিদের নিয়ে অ্যাওয়ার্ড শো এবং ফ্যাশন শো। সৌভিক মান্নার আয়োজিত প্রত্যেকটা শো’তে সিরিয়াল এবং সিনেমা খ্যাত সব উজ্জ্বল নক্ষত্রদের উপস্থিতিথি শো হয়ে ওঠে চাঁদের হাঁট-এ।
আসছে ১২ই এপ্রিল সৌভিক মান্নার আয়োজনে ‘ভিক্স ভেঞ্চার প্রোডাকশন’-এর ফ্যাশন এন্ড অ্যাওয়ার্ড শো ‘ষ্টার অফ দ্যা ইয়ার’ সেশন-২ আসতে চলেছে।এই শো’তে ‘ভিক্স ভেঞ্চার প্রোডাকশন’ সম্মানিত করবেন টলিউড বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের যারা নিজেরা নিজেদের জায়গায় দক্ষতা অনুযায়ী সম্মানিত হবেন।শো’তে উপস্থিত থাকছেন বিখ্যাত সেলেব্রেটি ফ্যাশন ডিসাইনার অভিষেক রায় এছাড়াও এই শো’তে আরো বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। ফ্যাশন শো’তে বিখ্যাত ডিজাইনারদের পোশাক পরিধান করে ৱ্যাম্পে হাঁটবেন মডেলরা।এই শো’তে রয়েছে আরো বিশেষ চমক। যারা এই অ্যাওয়ার্ড শো’তে অংশগ্রহণ করতে চান এবং যারা ফ্যাশন শো’তে ৱ্যাম্পে হাঁটতে চান মডেলরা রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে – 6296708294