নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ই-মেইল বা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২ সালে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই-মেইল পেতে প্রথম দিকে ই-মেইল ব্যবস্থায় প্রেরক এবং গ্রাহক দুজনকেই অনলাইন থাকতে হত,কিন্তু এখন আর তার প্রয়োজন হয়না।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এইচ শশীধারা শেঠী জানিয়েছে ইমেলের মাধ্যমে নোটিশ দেওয়া হলে সেটা বৈধ বলে গণ্য হবেনা। সূত্রে খবর, হরদেব রাম ঢাকা বনাম ভারত সরকারের একটি মামলা চলাকালীন এই নির্দেশটি দেওয়া হয়েছে।তিনি আরও জানিয়েছেন যে, ‘অফিস রিপোর্ট অনুসারে ২ নম্বর ও তিন নম্বর সাক্ষীকে ইমেলের মাধ্যমে নোটিশ দেওয়া হয়েছিল যা অবৈধ।’নতুন করে পদক্ষেপ নেওয়ার জন্য আরও দু সপ্তাহ সময় দিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে নোটিশ পাঠানোর ক্ষেত্রে রেজিস্টার্ড পোস্টই ব্যাবহার করতে হয়। সময় বাঁচাতে ২০১০ সাল থেকে প্রথামাফিক নোটিশ দেওয়ার জায়গায় মেল করে নোটিশ দেওয়ার প্রথা চালু হয়েছিল, যা আরও বেগ পায় কোভিড অতিমারিতে।
লকডাউনের সময় সুপ্রিম কোর্ট সহ একাধিক আদালত সমন ও নোটিশ ইমেল, ফ্যাক্স ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে শুরু করে।এতে সংক্রমণের আশঙ্কা অনেকাংশেই কমে যায়।বর্তমানে আমরা বেরিয়ে এসেছি ভয়াবহ কোভিড পরিস্থিতি থেকে।তাই পুরোনো নিয়মেই ফিরতে চলেছে আদালতগুলো।