Wednesday, October 9, 2024
Homeখবরউচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই পুরনো নিয়মই ফিরছে, কোথায় বদল ঘটলো?

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই পুরনো নিয়মই ফিরছে, কোথায় বদল ঘটলো?

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): গত দুই বছর মহামারী আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিধিতে নানান রকম শিথিলতা আনা হয়েছিল।হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল শিক্ষার্থীদের। নিজের স্কুলে বসে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়েছিলেন শিক্ষার্থীরা কিন্তু এবারে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে তাই ফিরতে চলেছে পুরনো নিয়ম। আবার আগের ছন্দে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারে সমস্ত বিধি-নিষেধকে মান্যতা দিয়ে পরীক্ষা দিতে যেতে হবে অন্য স্কুলে অর্থাৎ এবারে আর নিজের স্কুলে নয়।স্পষ্ট জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি তারা একটি নির্দেশিকা প্রকাশ করেছে সেখানে জানানো হয়েছে এবার বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা। তবে মানতে হবে সমস্ত রকম নিয়ম-বিধি। কারণ এখনো পর্যন্ত নিপাত যায়নি করোনা। পরীক্ষাগারে ঢোকার আগে স্যানিটাইজ করে নিতে হবে হাত।শারীরিক দূরত্ববিধি মেনে পরীক্ষা হলে বসবেন পরীক্ষার্থীরা। মেয়েরা যে বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে তা হবে কোন গার্লস স্কুল। সংসদ আগেই ঘোষণা করে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই মার্চ থেকে শেষ ২৭ মার্চ। একাদশ শ্রেণির বার্ষিক থিওরি পরীক্ষা শুরু হবে ২০২৩ সালের ১৪ই মার্চ থেকে উচ্চমাধ্যমিকের শেষের দিনেই সমাপ্ত হবে পরীক্ষা।

অন্যদিকে ৩১ শে মার্চ থেকে ১৮ই এপ্রিলের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার সাঙ্গ করতে হবে।। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড দেওয়া শুরু হবে ৩ মার্চ থেকে। নতুন সিলেবাস এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ১৪ই মার্চ থেকে ২৭ মার্চ। ১০ জুনের মধ্যে ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল।গত দু’বছর হোমসেন্টারে পরীক্ষা হয়েছিল তাই সেরকম কড়াকড়ি খুব একটা ছিল না। তবে এবারে আগে থেকেই সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনকি প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার

নজরদারিতে রাখা হবে বলেও মনে করা হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার আগে কোন পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না। আরো নানান কড়াকড়ি বিধিনিষেধ আসতে চলেছে এবারের পরীক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments