নিজস্ব প্রতিনিধি(রজত রায়): মোদির বাড়ির চাকর’, নাম না করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা(Dinhata) রংপুর রোডে একপথ সভায় ওই মন্তব্য করেছেন তিনি। উদয়ন বলেন, ‘নির্বাচনে জিততে না পেরে, ভোটের লড়াইতে জিততে না পেরে বিজেপি বাড়ির চাকর-বাকরদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চেষ্টা করছে।’ সেই সঙ্গে তাঁর অভিযোগ, বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছেন। এছাড়া ওই সভা থেকে গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।২০০৮ সালে ৫ ফেব্রুয়ারি ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য আন্দোলন চলাকালীন পুলিশের গুলি চলে। পাঁচ ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু হয়। আহত হন অনেকে। সেসময় উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকে ছিলেন। তার পরের বছর থেকেই ৫ ফেব্রুয়ারি দিনটি স্মরণ করা হয়। রবিবার শহরের রংপুর রোডে শহিদ স্মরণসভা আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুরুতে বাম নেতাদের সমালোচনা করার পাশাপাশি বিজেপি নেতাদের আক্রমণও করেন। তিনি বলেন, ‘শনিবার রাতে সিদ্ধেশ্বরীতে সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন গ্রেটারের সভাতে যাওয়ার জন্য তৃণমূলের নেতারা জোর জবরদস্তি করছেন। আমি একথা বলতে চাই, প্রেমানন্দ দাসের মাধ্যমে আমাকে চিঠি পাঠানো হয়েছিল সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য। কিন্তু আমি সেই চিঠি দেখিনি। চিঠি দেখলেও সেই অনুষ্ঠানে যেতাম না। কারণ বিচ্ছিন্নতাবাদীদের অনুষ্ঠানে আমি যাই না।’ এরপরই তিনি বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ভোটের লড়াইতে না জিততে পেরে বাড়ির চাকর বাকরকে দিয়ে অপমান করছে বিজেপি। বিশ্বভারতীর উপাচার্য মোদির বাড়ির চাকর। বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চেষ্টা করছেন। ক্ষমতা থাকলে বিশ্বভারতীর চার গণ্ডি ছেড়ে বাইরে বেরিয়ে আসুন।’