Thursday, September 12, 2024
Homeপ্রযুক্তিএই প্রথম তেজস যুদ্ধবিমানের মহড়া হবে বিদেশের মাটিতে

এই প্রথম তেজস যুদ্ধবিমানের মহড়া হবে বিদেশের মাটিতে

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা):এইচএএল তেজস ভারতীয় বিমানবাহিনী ও ভারতীয় নৌবাহিনী হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) বিমা গবেষণা ও নকশা কেন্দ্রের সহযোগিতায় এবং অ্যারোনটিকাল ডেভলপমেন্ট এজেন্সি দ্বারা নকশা করা একটি ভারতীয়,একক ইঞ্জিন বিশিষ্ট, চতুর্থ প্রজন্মের, বহু ভূমিকাযুক্ত হালকা যুদ্ধবিমান। এটি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট। ১৯৮০-এর দশকে ভারতের পুরাতন মিগ-২১ যুদ্ধবিমান প্রতিস্থাপনের জন্য শুরু তেজস তৈরির কাজ হয়।
২০০৩ সালে এলসিএ-এর আনুষ্ঠানিক ভাবে নামকরণ করা হয় “তেজস”। তেজস মার্ক ১ এর উৎপাদন ২০১৬ সালে শুরু হয়।
বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২২০৫ কিমি, রেঞ্জ ৩০০০ কিমি ও ওজন ৬,৫০০কেজি।
শনিবার ভারতের বায়ুসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে পাঁচটি এলসিএ ও দুটি সি-১৭ গ্লোবমাস্টার এয়ারক্রাফট সংযুক্ত আরব আমিরশাহীতে মহড়ায়( Desert Flag 111) প্রথমবার অংশ নিচ্ছে।২৭ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে এই মহড়া।ভারতীয় বায়ুসেনার ১১০জন যোদ্ধা অংশ নিয়েছেন এতে।
সূত্রে খবর মিশরের ২০ টি ও আর্জেন্টিনার ১৫ টি যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে।এইদিকে ভারতও নিজেদের যুদ্ধ বিমান রপ্তানি করতে মরিয়া। ইতিমধ্যে মালয়েশিয়াকে বিমান বিক্রির পরিকল্পনা ভেস্তে গিয়েছে। দেশ দুটি তেজস কিনবে কি না এই নিয়ে পাকা কথা হয়নি এখনও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments