নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): স্তন ক্যানসার মহিলাদের একটি গুরুতর সমস্যা। যদি কোনও মহিলা বা পুরুষের স্তন ক্যান্সার হয় তবে তাদের শরীরে অনেকগুলি লক্ষণ দেখা যায়। চিকিৎসকদের মতে, স্তনে ক্যানসার থাকলে তা ধীরে ধীরে অনেক লক্ষণ দেয়। সময় মতো এই লক্ষণগুলি চিনতে না পারলেই বিপদ!
◆স্তনের মধ্যে লাম্প বা দলা আকৃতির একটি মাংসপিন্ড তৈরি হয়। নিয়মিত স্তন পরীক্ষা করা এই কারণে জরুরি। এতে লাম্প না দলা দেখা দিলে তা আগে থেকেই বোঝা যায়।
◆স্তনের আকারে বদলও আরেকটি গুরুতর লক্ষণ। স্তনের আকার, গঠন বা চেহারায় বদল হলে দ্রুত সতর্ক হতে হবে।
◆ইনভার্টেড নিপল স্তন ক্যানসারের অন্যতম বড় লক্ষণ। এই উপসর্গে স্তনের বৃন্ত স্তনের ভিতর দিকে ঢুকে যায়। এমন লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
◆স্তনের ত্বকের রঙে বদল আসাও স্তন ক্যানসারের ইঙ্গিত দেয়। চিকিৎসকদের কথায়, এই সময় স্তনের ত্বকে লালচে হয়ে যায়। কখনও কখনও কমলা রঙও ধারণ করে।
◆ক্যানসারের পিণ্ডের ক্ষেত্রে স্তনের বৃন্তে ক্রমশ পরিবর্তন ধরা পড়ে। এ ক্ষেত্রে স্তনবৃন্তের রং ও আকার পরিবর্তিত হতে পারে।
◆স্তনে কোনও ধরনের পরিবর্তন দেখলে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বিশেষজ্ঞদের মতে, প্রতিটি পিণ্ডই ক্যান্সারের হয় না। স্তন ক্যানসারের পিণ্ডে একেবারেই ব্যথা থাকবে না। এই কারণেই দীর্ঘদিন পর এমন পিণ্ড ধরা পড়ে। ফলে, চিকিৎসায় অনেক দেরি হয়ে যায়।