নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): ভারতে মুখের ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। অথচ চেষ্টা করলেই এটি রোখা সম্ভব। গুটখা, খৈনি, পানমশলা, সিগারেট খাওয়ার অভ্যাসই ডেকে আনে মারণ এই রোগের ঝুঁকি। জেনেবুঝেও এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন না অনেকেই।
চিকিৎসকদের মতে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মুখের ক্যানসার সম্পূর্ণ ভাবে সারিয়ে তোলা যায়। নারীদের তুলনায় পুরুষরাই এই ক্যানসারে আক্রান্ত হন বেশি। ঠোঁট, জিভ, গালের ভেতরের অংশ, মাড়ি, মুখের শক্ত ও নরম তালু, গলার নীচের অংশ— মুখের এই সব অংশই ক্যানসারে আক্রান্ত হয় বেশি। তামাকজাত পদার্থ ছাড়াও মদ্যপানও মুখের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)-এর সংক্রমণ, পরিবারের কারও মুখের ক্যানসারের ইতিহাস, দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা, অপুষ্টি ইত্যাদি কারণেও এই রোগ বাসা বাঁধে শরীরে। মুখের ক্যানসারের সাধারণ কিছু উপসর্গ রয়েছে, যা অবহেলা করলে ক্ষতি হতে পারে মারাত্মক।
কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
◆কোনও ক্ষত হয়েছে যা শুকাতে চাইছে না
◆মুখের ভিতর কোথাও সাদা বা লাল দাগ দেখা দিয়েছে
◆মুখে কোনও একটা জায়গা ফুলে উঠেছে
মুখে ব্যথা
◆খাবার গিলতে ব্যথা হচ্ছে ইত্যাদি।
রোগ প্রতিরোধে:-
◆ধূমপান বা তামাক সেবন বন্ধ করুন।
◆মদ্যপান কমাতে হবে। সবথেকে ভালো হয় ছাড়তে পারলে।
◆সূর্যের আলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন।
◆দন্তরোগ বিশেষজ্ঞের কাছে বছরে অন্তত একবার চেকআপে যান।