নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): একটি সর্বভারতীয় বেসরকারি চ্যানেলের স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেটের একাধিক গোপন তথ্য ফাঁস করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মা । সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ভিডিওতে চেতন শর্মাকে বলতে শোনা যায়, ‘বিরাট কোহলি এবং তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে ইগোর লড়াই ছিল। ইগোর লড়াইয়ের কারণেই বিরাট অধিনায়কত্ব হারিয়েছিলেন।’ ওই ক্লিপে চেতনকে বলতে শোনা গিয়েছে, ‘নেতৃত্ব না ছাড়ার জন্য বিরাটকে অনুরোধও করেছিলেন সৌরভ। কিন্তু কোহলি তা শোনেননি।’ ওই স্টিং অপারেশনে চেতনের বিস্ফোরক দাবি, ফিট থাকতে একাধিক তারকা ক্রিকেটার বেআইনিভাবে ওষুধ সেবন করেন। জাতীয় দলে ঢুকতে ও জায়গা ধরে রাখতে নেন নকল ইঞ্জেকশনও। বিসিসিআই সমস্ত কিছু জানলেও এব্যাপারে হস্তক্ষেপ করে না। নির্বাচকদের প্রভাবিত করতেন রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার মতো সিনিয়র ক্রিকেটার। প্রধান নির্বাচক চেতন শর্মার এমন মন্তব্য প্রকাশ্যে আসায় অস্বস্তিতে বিসিসিআই। প্রশ্ন উঠছে, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা এবং টি-২০ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া আর কি চেতনের সঙ্গে কাজ করতে রাজি হবেন? বোর্ড সূত্রের খবর, এই স্টিং অপারেশনের পর চেতন শর্মাকে নির্বাচকপ্রধান পদে আর রাখা হবে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টির ওপর নজর রাখছেন খোদ বোর্ড সচিব জয় শা।