Wednesday, October 9, 2024
Homeরাজ্যএকাধিক বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে হাওড়া থেকে! রুট গুলো জেনে নিন

একাধিক বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে হাওড়া থেকে! রুট গুলো জেনে নিন

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিরাট এক খবর সামনে এসেছে। গত বছরের শেষের দিকে রাজ্য প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি প্রথম বন্দে ভারতে এক্সপ্রেস চালু হওয়ার কথা ঘোষণা করা হয়। চলতি বছরের প্রথম দিকেই এই বন্দে ভারত এক্সপ্রেস চলতে শুরু করে এই রুটে ।এর সাথে পূর্ব ভারতের নতুন এক বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথাও জানানো হয়। তবে এবার তার থেকেও বড় একটি খবর সামনে এসেছে, হাওড়া থেকে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে একাধিক রুটে। তথ্য অনুযায়ী জানা যাচ্ছে নতুন দুটি রুটে বন্দে ভারত ছুটবে।একটি বন্দে ভারত হাওড়া এবং উত্তরপ্রদেশের বারাণসীর মধ্যে চলবে এবং অপরটি চলবে হাওড়া-পাটনা রুটে। তবে এই রুটের সঙ্গে আরেকটি নতুন রুটেও বন্দে ভারত চালানোর পরিকল্পনা চলছে।পাটনা-রাঁচি রুটেও বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
এর আগে অবশ্য সময় গিয়েছিল হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানো হতে পারে। তবে ভারতীয় রেলের পক্ষ থেকে এই নিয়ে কোনো খবর সামনে আসেনি। এসবের সাথে আরেকটি খবর সামনে এসেছে যেটা যাত্রীদের আরো বেশি আকর্ষিত করছে বন্দে ভারতের প্রতি, বন্দে ভারতে চালু হতে পারে স্লিপার কোচ।তাই এবার ভারতের প্রত্যেক কোণায় এই দ্রুতগামী ট্রেন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল। শোনা যাচ্ছে নতুন ট্রেন তৈরির বরাত দিতে পারে কেন্দ্র, আগামীতে আরো উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ট্রেন তৈরি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments