নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): স্যামসং প্রেমীদের জন্য অত্যন্ত বড় সুখবর। এবার থেকে স্যামসাং ফোন উৎপাদন হবে ভারতেই। নতুন বছরে এর থেকে ভালো চমক আর কি হতে পারে। আমরা প্রত্যেকেই জানি স্যামসাং একটি কোরিয়ান কোম্পানি। এতদিন পর্যন্ত স্যামসং স্মার্টফোন বিদেশ থেকেই আমদানি করতে হতো কিন্তু এবার থেকে আর সেই ঝামেলা থেকে মুক্তি পেল ভারত। এবার থেকে ভারতেই স্যামসং নিজস্ব উৎপাদন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য নয়ডাকে বেছে নেওয়া হয়েছে।স্যামসং গ্যালাক্সী এস২৩ এবং স্যামসং গ্যালাক্সী এস২৩ আল্ট্রা লঞ্চ হয়েছে বাজারে এবং স্যামসং গ্যালাক্সী এস সিরিজের স্মার্ট ফোন গুলির চাহিদাও রয়েছে তুঙ্গে। এই স্যামসং গ্যালাক্সী এস২৩ আল্টা ফোনটিকে উন্নত ক্যামেরা সিস্টেমের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে।২০০ মেগাপিক্সেলের এডাপ্টিভ পিক্সেল সেন্সর রয়েছে। যার ফলে পিকচার কোয়ালিটিও দুর্দান্ত। স্যামসাং গ্যালাক্সি এস ২৩ যা আপাতত ভারতের স্যামসংয়ের চাহিদা মেটাবে কারণ স্যামসং এস সিরিজের যে স্মার্টফোনগুলি লঞ্চ করেছে সেগুলি ভিয়েতনামের উৎপাদন কেন্দ্র থেকে তৈরি করা হয়েছে।তাই আপাতত ভারত সেখান থেকেই আমদানি করছে। স্যামসং এক বিবৃতি দিয়ে জানিয়েছে তাঁরা নতুন নয়ডার উৎপাদন কেন্দ্রে স্যামসং গ্যালাক্সী এস ২৩ উৎপাদন করতে চলেছে। যা নিঃসন্দেহে মেড ইন ইন্ডিয়া স্যামসংয়ের এই ট্যাগ লাইনটি পেতে চলেছি আমরা, যা ভারতের শিল্প ক্ষেত্রে এক উল্লেখযোগ্য দিক হয়ে উঠতে চলেছে।
তবে এর পাশাপাশি গ্রাহকদের জন্য আরও একটি সুখবর তা হল গত বুধবারই বাজেট পেশ হয়েছে যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মোবাইল ফোনের দাম কমার বিষয়ে ইঙ্গিত দিয়েছে কারণ ক্যামেরার লেন্স এবং আমদানির উপর শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে সরকার যে কারণে মোবাইল ফোনের দাম কিছুটা হলেও কমার ইঙ্গিত রয়েছে।