নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রাজ্যের নিয়োগ দুর্নীতির জাল যে কত দূর ছড়িয়ে রয়েছে ,তার নাগাল পেতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ED ও সিবিআই কে । এবার ইডি র জালে ধরা পড়ল আরও এক রাঘববোয়াল।হুগলি জেলার বলাগরের তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জী কে আটক করল ইডি। তিনি হুগলির জেলা পরিষদের কর্মাধক্ষ এবং অভিষেক ব্যানার্জীর ঘনিষ্ঠ। গত ২০ জানুয়ারি তার বাড়িতে ২০ ঘণ্টা তল্লাশি চালায় ইডি।
সেখান থেকে উদ্ধার হয় প্রচুর OMR সিট ও নথিপত্র। এই বিষয়ে তাকে সাতবার জেরা করে ইডি।কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি।
তার বয়ানে অনেক অসঙ্গতি ধরা পড়ে। ফলে বাধ্য হয়েই তথ্য প্রমাণ গোপন করার অপরাধে তাকে গ্রেফতার করল ইডি।