Sunday, September 15, 2024
Homeখবরএবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে টলিউড নায়ককে তলব করলো ইডি(ED), এবার তাহলে...

এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে টলিউড নায়ককে তলব করলো ইডি(ED), এবার তাহলে কে?

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED ও CBI- এর হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা ও কোটি কোটি টাকার গয়না। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে।
এবার উঠে এলো আরও একটি বিখ্যাত ব্যাক্তিত্বের নাম। নিয়োগ দুর্নীতি কাণ্ডে টলিউডের প্রত্যক্ষ যোগাযোগের রয়েছে,এমনটাই দাবি করেছিলেন অনেকে। তবে এই প্রথম কোনও অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সূত্রে খবর, চলতি সপ্তাহে ইডি দফতরে তলব করা হয়েছে বাংলা সিনেমার অভিনেতা বনি সেনগুপ্তকে। বনি সেনগুপ্ত একজন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা। ‘ বরবাদ’ সিনেমাটির মাধ্যমে তার আত্মপ্রকাশ। তার বাবার নাম অনুপ সেনগুপ্ত ও মা পিয়া সেনগুপ্ত। তিনি বিখ্যাত অভিনেতা-পরিচালক সুখেন দাসের নাতি।
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি তদন্ত করার সময় সেখানে বনির নাম উঠে আসে।তাই তাঁকে তলব করা হয়েছে। বনি জানিয়েছেন তিনি সঠিক সময়ে পৌঁছে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments