Monday, March 24, 2025
Homeখবরএ্যাঞ্জেল ডেল প্রি প্রাইমারি স্কুল নবমতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপন করলো।

এ্যাঞ্জেল ডেল প্রি প্রাইমারি স্কুল নবমতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপন করলো।

৯ই মার্চ মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল স্কুলের নবমতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।এ্যাঞ্জেল ডেল প্রি প্রাইমারি স্কুল ২০১৫ থেকে কেষ্টপুর হানাপাড়ায় মাত্র ৫ জন ছাত্র ছাত্রী নিয়ে পথ চলা শুরু করেন । স্কুলের অধ্যক্ষা বীথিকা দে’র আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে ছাত্র ছাত্রী র সংখ্যা ১৫০ পার হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও প্রেক্ষাগৃহে পরিবেশিত হলো স্কুলের বাচ্চাদের নৃত্য,রাইমস,গল্প বলা, সঙ্গীত ও ৱ্যাম্প ওয়াক।প্রেক্ষাগৃহে দর্শকদের উত্তেজনা ছিলো চোখে পরার মত,অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে অনুষ্ঠান দেখছিলেন। দোয়েল দে’র একক নৃত্য এবং জয়ত্রী ম্যাম ও দোয়েল দে’র তত্ত্বাবধানে বাচ্চাদের মায়েদের নৃত্যানুষ্ঠান দর্শক হৃদয় জয় করেন। শিক্ষিকাদের একত্রিত সমবেত সংগীত ও নৃত্যকলা করতালি তে মুখরিত হয়ে ওঠে গোটা মঞ্চ। অনুষ্ঠান টি সমৃদ্ধ হয়ে ওঠে প্রখ্যাত নৃত্য শিল্পী করণ স্যার ও তাঁর ড্যান্স গ্রুপের নৃত্যানুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রখ্যাত সাংবাদিক প্রীতম দে ও সিআইডি ইন্সপেক্টর দেবাশিস মুখার্জি প্রমুখ। ‘এ্যাঞ্জেল ডেল’ স্কুল তার বাচ্চাদের এবং বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের পড়াশোনার বৌদ্ধিক চাহিদা ছাড়াও নজর দেয় তাদের মানসিক মানোন্নয়ন ও সামাজিক মনস্ক করে তুলতে।সমস্ত শিক্ষার্থীসহ -শিক্ষিকা ও অধ্যক্ষার একান্ত প্রচেষ্টায় আজ এ্যাঞ্জেল ডেল হয়ে উঠেছে যেন ছোট্ট বাচ্চাদের নিরাপদ দ্বিতীয় গৃহ। এছাড়াও স্কুলে শেখানো হয় ছবি আঁকা, নৃত্য সহ নানা অতিরিক্ত বিষয়াবলী। বাচ্চাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে ডক্টরের নিয়মিত পরামর্শ নেওয়া হয়। এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি এ্যাঞ্জেল ডেল প্রি প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীদের পরিপূর্ণ শিক্ষা ও সাংস্কৃতিক ভাবনার প্রকাশ পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments