Monday, March 24, 2025
Homeখবরওম স্বস্তি ফিল্মস প্রযোজিত আরো একটি নতুন ধারার গল্প নিয়ে আসতে চলেছে...

ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত আরো একটি নতুন ধারার গল্প নিয়ে আসতে চলেছে তারই শুটিং হয়ে গেল কলকাতাতে।

ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত আরো একটি নতুন ধারার গল্প নিয়ে আসতে চলেছে তারই শুটিং হয়ে গেল কলকাতাতে । বন্ধুত্ব এমন একটা বিষয় যারা মন দিয়ে বন্ধুত্ব আগলে রাখতে পারে তারাই প্রকৃত বন্ধুত্বের মর্যাদা দিতে পারে, কলেজ লাইফ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বন্ধুত্ব থাকে অটুট। এমনই এক বন্ধুত্বের বন্ধন দর্শক অনুভব করতে পারবে ।
বন্ধুত্বের নতুন অধ্যায় , একটি বাংলা টেলিফিল্ম কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় শ্রী দাস , সহকারী পরিচালক প্রলয় সেনগুপ্ত, সিনেমাটোগ্রাফার অমিত মুখার্জি, রূপসজ্জা শতাব্দি, সম্পাদনা বিশাল বিশ্বাস,,
অভিনয়ে – প্রিয়াঙ্কা দে, অরুনাভ, সুদীপ্ত ব্যানার্জি,, ডক্টর আলপনা মজুমদার, রাজশ্রী ঘোষ, সবুজ. ও মৌ, প্রাণহরি ও অভিষেক।
বন্ধুত্বের শেষ অধ্যায় খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments