নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): সপ্তাহ দুই পরেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে এডমিট কার্ড সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু তেইশ ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী ১৫ই ফেব্রুয়ারি স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা।তা দুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুল গুলিতে দেওয়া হবে এডমিট কার্ড। এডমিট কার্ডে তথ্যগত কোন ভুল থাকলে তা সংশোধন করে দেওয়া হবে এবং সে ক্ষেত্রে আবেদন করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে। এই ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে স্কুলগুলোকে দেওয়া হবে এডমিট কার্ড।সংশোধনের জন্য আবেদন করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে। মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষা পর্ষদ আরো জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে যদি কোন রকম ভাঙচুর করা হয় সেক্ষেত্রে রেজাল্ট পাবে না পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই করা সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি পরীক্ষার্থীদের সচেতন করার শিক্ষকদের জানানো হয়েছে, পরীক্ষার আগে এবং শেষে ছবি তুলতে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের সময়সূচী
প্রথম ভাষার পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ভাষার পরীক্ষার ২৪ শে ফেব্রুয়ারি
ভূগোল পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি
জীবন বিজ্ঞান পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি
অংক পরীক্ষা দুই মার্চ
ভৌত বিজ্ঞান পরীক্ষা তিন মার্চ
ঐচ্ছিক পরীক্ষার ৪ মার্চ
ইতিহাস পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে পাল্টে এক মার্চ করে দেওয়া হয়েছে।