১০ তম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হলো শ্যামবাজার সিরাম অডিটোরিয়ামে। সকল চলচ্চিত্র পরিচালকরা হাতে হাত মিলিয়ে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই চলচ্চিত্র উৎসবে মোট ৫২ টি ছবি জমা পড়েছে তার মধ্যে বাছাই করে ২৪ টি ছবির সাথে মিউজিক ভিডিও অ্যালবাম প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্র উৎসবের টেকনিক্যাল পার্টনার এবং ফেস্টিভ্যাল সেক্রেটারি বিশাল বিশ্বাস এর বিশেষ বার্তায় জানিয়েছেন এই দশতম চলচ্চিত্র উৎসব এবছর আমরা যেভাবে অনুষ্ঠিত করেছি আগে হয়তো সেরকমভাবে করা হয়নি এর থেকে আরও ভালো কিছু করার চেষ্টা আমরা করছি এ বছর চলচ্চিত্র উৎসবে আমরা অফলাইন এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করছি যাতে দর্শক তারা ঘরে বসে মুঠোফোনে দেখতে পারে কারণ ছবি দেখার মানুষ আছে অনেক ।
আমাদের এই চলচ্চিত্র উৎসব আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব এই আশা করি।
ইন্দো বাংলা চলচ্চিত্র উৎসবের আধিকারিক শ্রী দাস জানান, যে বিশেষ কিছু কারণবশত এবছর বাংলাদেশ থেকে চারটে ছবি জমা পড়েছিল সেই চারটে ছবি আমরা বাতিল করেছি এবং আমরা এটাও জানিয়েছি যে আমাদের দেশ এবং বাংলাদেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোন রকম ভাবেই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ কে জায়গা দিতে পারব না। আজ অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা অনেক কষ্ট করে চলচ্চিত্র উৎসব এ অংশগ্রহণ করে সাথে তাদের যে চলচ্চিত্রগুলো খুব সুন্দর ভাবে তারা তৈরি করে। তাদের জন্যই আমাদের এই আই বি আই এফ এফ এর প্ল্যাটফর্ম। আশা করি আগামী দিন আরো অনেক কিছু আমরা সকলে মিলে কাঁদে কাঁদে মিলিয়ে এগিয়ে যেতে পারবো।উৎসবে উপস্থিত ছিলেন উদ্বোধক পদ অলংকৃত করেছেন অভিনেতা রঞ্জন ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন ও এস এফ এর সি ই ও শ্রী দাস, এছাড়াও উপস্থিতছিলেন সকল চলচ্চিত্র পরিচালকরা।