‘অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট’-এর পরিচালনায় আরো একটি নতুন উদ্যোগ দর্শকদের সামনে। ১৬ জন নির্বাচিত মডেলকে নিয়ে প্রকাশ পেল নতুন বছরের ক্যালেন্ডার| অভিষেক দত্তের পরিচালনায় এবং শুভ মল্লিকের সহযোগিতায় তার সাথে আয়োজন করা হয়েছিল বার্ষিক ম্যাগাজিন শুট। ম্যাগাজিন শুটে সাজসজ্জার দায়িত্বে ছিলেন স্বরূপ এবং সায়ন, পোশাকের দায়িত্বে ছিলেন সুমন কালেকশন এবং স্বরূপ কালেকশন, ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন রনিত কর্মকার , ট্রাডিশনাল সাজ পোশাকে সমস্ত মডেল সেজে উঠেছিল একদম অন্যরকম ভাবে। বাংলায় দাঁড়িয়ে আধুনিকতার মাঝেও বাংলার ঐতিহ্যকে মাথায় রেখে নতুন ম্যাগাজিন খুব তাড়াতাড়ি দর্শকদের সামনে আসতে চলেছে, উপস্থিত নির্বাচিত মডেলদের নাম-; আহানা, বিশ্বজিৎ, দীপক, করণ, জয়শ্রী, মলয়, মৃন্ময়, নেহা, সংগ্রাম, শ্রেয়া, মৃন্ময়, শুভজিৎ, সুমন, সুরজিৎ, তুহিন, সুন্দর বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালিকা ছিলেন জয়শ্রী বনিক ||
একই ছাদের তলায় মুক্তি পেয়ে গেল “নিরীহ মোর প্রেম” বাংলা শর্ট ফিল্ম অভিষেক দত্তের নির্দেশনায় নতুন কাজ দর্শকদের সামনে ইতিমধ্যে হাজির, সারা বছরজুড়ে আরো বিভিন্ন কাজ নিয়ে অভিষেক দত্ত এবং তার টিম অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট আসতে চলেছে,
নতুন মডেল এবং অভিনেতাদের জন্য আরও অভিনব কাজের সুযোগ করে দেওয়ার প্রচেষ্টায় তারা এগিয়ে চলছে, কাজের সাথে সাথে শিল্পীদের সুন্দর কাজের পরিবেশ এর কথাও তারা মাথায় রাখছে , আরো বিশদ জানতে যোগাযোগ করুন ৮৯১০৮৯৬৪৫৯ এই ফোন নাম্বারে ||