Tuesday, October 15, 2024
Homeখবরকলকাতা মেডিকেল কলেজে এবার প্রদর্শিত হল ‘দ্য মোদি কোয়েশ্চেন’, বিতর্ক তুঙ্গে

কলকাতা মেডিকেল কলেজে এবার প্রদর্শিত হল ‘দ্য মোদি কোয়েশ্চেন’, বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সম্প্রতি বিবিসির তৈরি তথ্যচিত্র ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। কেন্দ্রের তীব্র সমালোচনার মুখে পড়েছে এই তথ্যচিত্র। ইতিমধ্যেই এই তথ্যচিত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। বিতর্ক উঠতেই এই তথ্যচিত্রটি সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রেসিডেন্সি, যাদবপুর এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে। আর আজ এই তথ্যচিত্র দেখানো হল কলকাতা মেডিকেল কলেজে।

স্বাভাবিকভাবেই এই তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় কলকাতা মেডিকেল কলেজে। তথ্যচিত্র প্রদর্শনীর আগে কলকাতা মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানিয়ে দেন, কোন বিতর্কিত বিষয় নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হবে না। তবে রোহিত ভেমুলাকে নিয়ে আলোচনার ক্ষেত্রে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। এরপর কলেজ কাউন্সিলের তরফ থেকে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু কলেজ কাউন্সিলের সেই নিষেধাজ্ঞা মানা হয়নি।

জানা গিয়েছে, বেলা সাড়ে তিনটের বদলে সাড়ে চারটে নাগাদ ইউ এন ব্রহ্মচারী লেকচার থিয়েটারের প্রজেক্টরে দেখানো হয় ‘দ্য মোদি কোয়েশ্চেন’। সূত্রের খবর, মেডিকেল কলেজের ছাত্র বাদ দিয়ে সুদূর মুর্শিদাবাদ থেকে এসে কয়েকজন প্রাক্তন সরকারি কর্মী আজ এই তথ্যচিত্র দেখেন। তথ্যচিত্র প্রদর্শনীর পর দলিত ছাত্র রোহিত ভেমুলার জন্মদিন নিয়ে আলোচনা হয়। কলেজ কাউন্সিলের নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে এই নিষিদ্ধ তথ্যচিত্র প্রচার হল, তা নিয়ে অনুমান করা হচ্ছে এবার নতুন বিতর্ক তৈরি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments