Wednesday, October 16, 2024
Homeকলকাতাকল সেন্টার থেকে উদ্ধার প্রায় ৪ কোটি টাকা, পুলিশের হাতে গ্রেপ্তার ৬...

কল সেন্টার থেকে উদ্ধার প্রায় ৪ কোটি টাকা, পুলিশের হাতে গ্রেপ্তার ৬ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি(অর্পিত): কলকাতা শহরে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় তল্লাশিতে উদ্ধার হচ্ছে নগদ টাকা। বুধবার নিউটাউনের (Newtown) একটি কল সেন্টার থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, বুধবার বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় নিউটাউনের একটি কল সেন্টারে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, কল সেন্টারে তল্লাশিতে পুলিশের হাতে আসে ৩ কোটি ৯৬ লক্ষ ৮৩ হাজার টাকা।
এছাড়াও বেশ কয়েকটি কম্পিউটার এবং ইলেকট্রনিক সামগ্রী আটক করেছে পুলিশ। কিভাবে এত টাকা কল সেন্টারে এল তার সঠিক কারণ এখনও জানা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান কল সেন্টারের আড়ালে হাওয়ালা পদ্ধতিতে চলত টাকা লেনদেন। এই বিপুল টাকা উদ্ধারের পাশাপাশি পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আপাতত তাঁদের জেরা করে এই বিশাল টাকার উৎস সন্ধান জানার চেষ্টা চালাবে পুলিশ বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments