স্টেট কালারিপায়াত্তু চ্যাম্পিয়নশিপ এন্ড ওয়ার্কশপ ২০২৩-২০২৪ হয়েছে যেখানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ জন খেলোয়াড়রা কালারিপায়াত্তু ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলো ।২৭ এবং ২৮ জুলাই টালা স্পোর্টস আলি তে কালারিপায়াত্তু ওয়ার্কশপ হলো।কেরালা গুরু রঞ্জন মুল্লারাত্ত রাজ্যের খেলোয়াড়দের ২ দিন ওয়ার্কশপের মাধ্যমে অ্যাডভান্স লেভেলে প্রশিক্ষণ করিয়েছেন।এই ওয়ার্কশপ থেকে ১৮জন খেলোয়াড় রাজ্য থেকে ন্যাশনালে খেলার জন্য জয়ী হয়ে কেরালা ন্যাশনাল কালারিপায়াত্তু চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছেন।নির্বাচিত খেলোয়াড়রা বাংলার হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়শিপে কেরালায় অংশগ্রহণ করবেন, কেরালায় খেলা হবে ৯, ১০ এবং ১১ই আগাস্ট।
কালারিপায়াত্তু অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল-এর সম্পাদক গুরুকুল পরেশ মিশ্র বলেন,কালারিপায়াত্তু আমরা বিগত ২০১২ সাল থেকে করছি,আমাদের রাজ্য অ্যাসোসিয়েশন গঠিত হবার পরে আশা করি ইন্ডিয়ান অলিম্পিক, বেঙ্গল অলিম্পিক,এবং সরকারি স্বীকৃতি প্রাপ্ত যে ন্যাশনাল টিম আমাদের আছে তার মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীরা ভারতীয় বিভাগ বা রাজ্য বিভাগে যে সরকারি সুযোগ সুবিধা পাবে বলে আশা করছি।
উপস্থিত ছিলেন, সভাপতি গুরুকুল রঞ্জন মুল্লারাত্ত,সম্পাদক গুরুকুল পরেশ মিশ্র, সাধারণ সম্পাদক পুন্থরা সোমান,প্রধান অতিথি তিনকরি দত্ত,
সহকারি সভাপতি সব্যসাচী চৌধুরী, বিজয় শর্মা, সহকারি সচিব আদিত্য সহাল, প্রীতি পাকিয়ানাথান, দেবাশিস সেন, অশোক কুমার নায়ার।