Wednesday, October 16, 2024
Homeকলকাতাকুন্তলের সঙ্গে পূর্ব পরিচয়, ইডি অফিসে দাঁড়িয়ে টাকা নেওয়ার কথা স্বীকার বনির

কুন্তলের সঙ্গে পূর্ব পরিচয়, ইডি অফিসে দাঁড়িয়ে টাকা নেওয়ার কথা স্বীকার বনির

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর থেকে বেরোলেন অভিনেতা বনি সেনগুপ্ত । নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্রে টলিপাড়ার বনিকে শুক্রবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তার আগের দিন, বৃহস্পতিবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর) যান বনি।
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ইডি দফতরে পৌঁছন অভিনেতা। দুপুর আড়াইটে নাগাদ মধ্যাহ্নভোজের বিরতির সময় ইডি দফতরের বাইরে বেরিয়ে ছিলেন তিনি। প্রায় ৪০ মিনিট পর সেই বিরতি শেষে আবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বনি। পরে রাত ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান অভিনেতা। সবমিলিয়ে দু’দফায় বনিকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
ইডির জেরার ফাঁকে লাঞ্চব্রেকে বেরিয়ে জানালেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘উনি (কুন্তল) আমাকে একবারই (টাকা) দিয়েছিলেন। পাঁচ বছর আগে একটি গাড়ি কিনেছিলাম আমি। উনি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন।’’ কত টাকা দিয়েছিলেন কুন্তল? সরাসরি সে কথার উত্তর দেননি বনি। তবে সংবাদ মাধ্যম তাঁকে ৩৫- ৪০ লক্ষ টাকা বলাতে তিনি বলেন, ‘‘ওই রকমই।’’
উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি দাঁড়িয়ে কুন্তলের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্কের কথা একে একে জানান বনি। বলেন, ২০১৭ সালে কুন্তলের সঙ্গে তাঁর আলাপ। জিরাটে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। এক আয়োজক সংস্থা মারফৎ সেই অনুষ্ঠানের আমন্ত্রণ এসেছিল তাঁর কাছে। সেখানেই কুন্তলের সঙ্গে আলাপ। পরে তা ‘ভাল সম্পর্কে’ গড়ায়। পরে ‘ভাল সম্পর্কের’ জেরেই বনিকে ওই বছরেই গাড়ি কিনতে সাহায্য করেন কুন্তল। তবে বনি জানিয়েছেন, ওই টাকার বিনিময়ে তিনি কাজ করেছেন। ২৫-২৬টি অনুষ্ঠান করেছেন কুন্তলের হয়ে। এমনকি, কুন্তল পরে টলিউডে সিনেমা প্রযোজনা করবেন বলে জানালে, তাতে অভিনয় করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন বনি। যদিও বনি জানিয়েছেন, পরে সেই ছবি প্রযোজনার পরিকল্পনা বাতিল করে দেন কুন্তল।তিনি বলে দেন, ‘‘যে টাকা নিয়েছি, তার সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। আমি দিয়ে দিয়েছি। তা ছাড়া যে অর্থ নিয়েছি, তার বদলে কাজও করেছি। তাই ওই টাকাকে আমার পারিশ্রমিকই বলা যেতে পারে।’’ অবশ্য বনিকে পারিশ্রমিক দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন কুন্তল। তিনি বলেছিলেন, ‘‘বনি আমার সঙ্গে পাঁচ বছর ইভেন্টের কাজ করেছে। যে টাকা দিয়েছি, তা ওর পারিশ্রমিক।’’
কিন্তু ৩৫-৪০ লক্ষ টাকা দিয়ে কী গাড়ি কিনেছিলেন বনি? সেই গাড়ি কি তিনি এখনও ব্যবহার করেন? বনির জবাব, ‘‘ডিসকভারি কিনেছিলাম। উনি নগদে টাকাটা দিতে চেয়েছিলেন। আমিই বলেছিলাম, ‘ব্যাঙ্কে দিন’। আমার সঙ্গে ভাল সম্পর্ক থাকায় উনি তা-ই করেছিলেন। তবে এখন ওই গাড়ি আমার কাছে নেই। পাঁচ বছর হয়ে যাওয়ায় আমি বিক্রি করে দিয়েছি।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments