নিজস্ব প্রতিনিধি(রজত রায়): খাদ্য সুরক্ষা আইনের আওতায় পশ্চিমবঙ্গের প্রায় ৬ কোটি মানুষকে চাল সরবরাহ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার আরো প্রায় ৩ কোটি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করে।পশ্চিমবঙ্গের কোষাগারের অবস্থার কথা সবাই জানে।অনেকের মতে রাজ্য চালাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার।বুধবার দিল্লিতে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রীদের বৈঠক হয়।সেই বৈঠকে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দাবি করেন এই ৩ কোটি মানুষকে বিনামূল্যে পুষ্টিগুণসম্পন্ন চাল পৌঁছে দিতে কেন্দ্র যাতে প্রতি বছর ১২৫ কোটি টাকা বরাদ্দ করে পশ্চিমবঙ্গের জন্য।খাদ্য সুরক্ষা আইনের আওতায় খুব কম দামে চাল-গম বিলি করা হতো। তবে কেন্দ্রীয় সরকার চলতি বছর বিনামূল্যেই রেশনে চাল-গম বিলি করার সিদ্ধান্ত নিয়েছে।বিরোধীরা এই সিদ্ধান্তকে লোকসভা নির্বাচনের আগে বিজেপির একটি হাতিয়ার বলেও কটাক্ষ করেছেন।