Thursday, June 19, 2025
Homeখবরকেরিয়ারের মধ্যগগনে ছিলেন সুচিত্রা সেন। হঠাৎই সিদ্ধান্ত নিলেন চিরকালের জন্য অন্তরালে চলে...

কেরিয়ারের মধ্যগগনে ছিলেন সুচিত্রা সেন। হঠাৎই সিদ্ধান্ত নিলেন চিরকালের জন্য অন্তরালে চলে যাবেন।

নিজেস প্রতিনিধি সুজাতা দে :কেরিয়ারের মধ্যগগনে ছিলেন সুচিত্রা সেন। হঠাৎই সিদ্ধান্ত নিলেন চিরকালের জন্য অন্তরালে চলে যাবেন। লোকের সামনেই আর আসবেন না মিসেস সেন। আজ পর্যন্ত তাঁর বৃদ্ধ বয়সের ছবি কেউ দেখেননি। ফলে তাঁকে নিয়ে অমোঘ আকর্ষণ আমজনতার মনে।

সেই বয়স্কা সুচিত্রাকে সামনে থেকে দেখেছিলেন এক অল্প বয়সি চিকিৎসক। বৃদ্ধা মহানায়িকাকে দেখার তাঁর সেই অভিজ্ঞতা, ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে ভাগ করে নিয়েছিলেন চিকিৎসক জাহেদি বানো।

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে দাঁড়িয়ে মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে বেশকিছু কথা বলেছিলেন সেই ডাক্তার। সেই সময় মধ্য কলকাতার এক নার্সিং হোমের চিকিৎসক ছিলেন তিনি। ৫ বছরের কেরিয়ার ছিল তাঁর। তাঁর কাছেই আসে সুচিত্রার চিকিৎসা করার সুবর্ণ সুযোগ।

মিসেস সেনের চিকিৎসা করার সুযোগ পাওয়ায় খবরেই শিহরন জাগে জাহেদির মনে। তিনি সুচিত্রা সেনের ভক্ত। সামনাসামনি মহানায়িকাকে দেখার আগ্রহ ছিল তাঁর ষোলোআনা।

সুচিত্রা সেনের বাড়িতে গিয়ে পৌঁছলেন জাহেদি। দরজা খুললেন মহানায়িকার এক সহকারী। জাহেদিকে ভিতরের ঘরে গিয়ে বসতে বললেন তিনি। কিছুক্ষণ পর সুচিত্রা সেনের শোওয়ার ঘরে প্রবেশ করলেন সেই চিকিৎসক।

যে মহানায়িকা দুনিয়ার কাছে নিজেকে আড়াল করেছিলেন চিরকালের মতো, তাঁর শোওয়ার ঘরে প্রবেশ পেলেন জাহেদি। এমন সৌভাগ্য কতজনের থাকে? জাহেদি বলেছিলেন, “তিনটে ঘর পেরিয়ে ছিল সুচিত্রা সেনে অন্দরমহল। ছায়াছবির মতো পরিবেশ ছিল সেখানে। আমাকে দেখেই সামনে এসে দাঁড়ালেন মহানায়িকা। আয়নার সামনে বসতে বললেন তিনি। সরল কায়দায় জিজ্ঞেস করেন, “বলুন কী-কী করতে হবে আমায়?”

মহানায়িকার জিজ্ঞাস্য শুনে জাহেদির কণ্ঠ থেকে বেরচ্ছিল না একটিও বাক্য। নিজেকে সামাল দিতে সময় নিয়েছিলেন তিনি। বলেছিলেন, “ম্যাডাম, আপনাকে উঠে দাঁড়াতে হবে।” জাহেদির জানিয়েছিলেন, তাঁর ধারণা ছিল যে, পরিচালকদের নির্দেশ মতোই হয়তো সুচিত্রা সেন হেলে দাঁড়াতেন। সেদিন ভুল ভাঙে জাহেদির। বলেন, “সিনেমায় যেমন দেখেছিলাম, সেরকম হেলেই দাঁড়িয়েছিলেন সুচিত্রা সেন। বুঝেছিলাম, ওটাই তাঁর দাঁড়ানোর স্টাইল।”

সুচিত্রা সেনকে দেখে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন জাহেদি, হঠাৎ পিছন থেকে ডাক আসে, “আপনাকে ডাকছেন।” ফের উপরে যান জাহেদি। গিয়ে দেখেন, বিরাট হল ঘরটায় মহানায়িকা সুচিত্রা সেন হাত জোর করে দাঁড়িয়ে আছেন আর বলছেন, “আমাকে প্লিজ় ক্ষমা করে দেবেন, আপনার ফিজ়টা দিতে এক্কেবারে ভুলে গিয়েছি। নিয়ে যান।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments