Tuesday, November 12, 2024
HomeSample Page

Sample Page Title

নিজস্ব প্রতিনিধি(অর্পিতি):মেরুদণ্ডের শেষাংশ থেকে গজিয়েছে মাংসপিণ্ড। মোটা থেকে ক্রমশ তা সরু হয়ে শেষ হয়েছে। শেষটা আবার বাঁক খাওয়ানো। এমনই ৬ সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে জন্মায় ব্রাজিলের এক সদ্যোজাত। ঘটনাটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যা নিয়ে শোরগোলে পড়ে গিয়েছে সেদেশে। যদিও জন্মের পরেই অস্ত্রোপচারে শিশুর লেজে বাদ দেওয়া হয়েছিল। ঘটনাটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ পিডিয়াট্রিক সার্জারি কেস রিপোর্টস-এ।
স্পিনা বিফিডা নামক জটিল রোগ শরীরে নিয়ে জন্মেছিল ওই শিশু। এই রোগে শিশুর মেরদণ্ড স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে বাধা পায়। এ ক্ষেত্রে, শিশুটির মেরুদণ্ড এবং শ্রোণীদেশের মাঝে বাড়তি মাংসখণ্ড গজিয়েছিল। যা মেরুদণ্ডের সম্প্রসারে বাধার সৃষ্টি করেছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘হিউম্যান সিউডো টেইল’।
‘পেডিয়াট্রিক সার্জারি কেস রিপোর্টস’ নামক জার্নালে এই শিশুর বিরল রোগলক্ষণের কথা প্রকাশিত হয়েছে। এর আগে মেক্সিকোতেও অনুরূপ ঘটনা দেখা গিয়েছিল। সেখানেও শিশুকন্যার জন্মের পর দেখা গিয়েছিল, তার নিতম্বের উপরে একগাছা লোম, আর সেখানেই প্রায় দুই ইঞ্চি লম্বা একটি লেজ। বিষয়টি কী তা বুঝতে এক্সরে করেন চিকিৎসকেরা। দেখা যায় লেজটির ভিতরে কোনও হাড় নেই।
লেজ নিয়ে মানবশিশুর জন্ম নতুন নয়। অনেক সময়ে কোমরের নীচের হাড় বেড়ে গিয়ে এক ধরনের উপবৃদ্ধি হয়। তাকে ‘ভেস্টিজিয়াল’ লেজ বলা হয়। এই ধরনের লেজকে বিবর্তনের অংশ হিসাবেই দেখেন বিশেষজ্ঞেরা। কিন্তু হাড় ছাড়া শুধু পেশিকলা দিয়ে তৈরি লেজ আলাদা। বিজ্ঞানের ভাষায় তার নাম ‘ট্রু টেল’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments