Sunday, September 15, 2024
HomeUncategorizedগল্পের কা’হিনী বাস্তবে! কেরালার সেই স্কুলছুট বিড়ি শ্রমিকই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক

গল্পের কা’হিনী বাস্তবে! কেরালার সেই স্কুলছুট বিড়ি শ্রমিকই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): এ যেন একটা সিনেমার গল্পকেও হার মানাবে। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের জয়জয়কার ঘোষিত হয়েছে বহু বছর আগে থেকেই। এবার ভারতের এক হতদরিদ্র তরুণ আমেরিকার দরবারে নিজের দেশের নাম উজ্জ্বল করলেন। যিনি স্কুলে পড়তে পারেননি, বিড়ি বেঁধে সংসার চালিয়েছেন এমনকি পরিচারকের কাজও করেছেন তিনি এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিচারক।ঠিকই শুনছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক হলেন এক ভারতীয় বংশোদ্ভূত তার নাম সুরেন্দ্রন কে পাটেল। বয়স তার একান্ন বছর তিনি সম্প্রতি আমেরিকার টেক্সাসের একটি জেলা আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। আদতে তিনি কেরলের কাঁসার গড়ের মানুষ।পরিবারের অবস্থা মোটেও ভালো ছিল না ক্লাস টেনের পর তাই তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এরপর তিনি বিড়ি বাধা এবং দিনমজুরির কাজকে নিজের পেশা হিসেবে বেছে নেন। সেখান থেকে যা পয়সা জমতো তাই দিয়ে শুরু করেন পড়াশোনা। প্রায় ৫১ জনকে পিছনে ফেলে এখন আমেরিকার টেক্সাসের জেলা আদালতের বিচারক হয়েছেন তিনি।

তবে তিনি তার প্রথম জীবনের লড়াই ভোলেননি। জানিয়েছেন অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা এমনকি নির্দ্বিধায় বলেছেন কিভাবে বিড়ি বেঁধে সংসার চালাতে হতো তাকে। উচ্চ মাধ্যমিক পাশ করে স্নাতক হন এরপর ভর্তি হন এলএলবি কোর্সে। নিজের খরচ চালানোর জন্য একটি হোটেলে হাউসকিপিং এর কাজ করেন তিনি।

এরপর প্র্যাকটিস করেন কেরালা কোর্টে। এরপর তিনি বিয়ে করেন। স্ত্রীয়ের কর্মসূত্রে দিল্লিতে চলে যেতে হয় তাকে সেখানে গিয়ে এলএলএম কোর্সে ভর্তি হন তিনি। এরপর আমেরিকায় আইনজীবী হিসেবে কাজ করেন। একসময় জেলা আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হন। এই প্রথমবার ভারতের কোন মালায়ালাম ব্যক্তি আমেরিকান বিচারপতি হিসেবে যোগদান করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments